শুধু মশলা হিসাবেই যে হলুদের গুণ রয়েছে সেটা নয়, জ্যোতিষশাস্ত্রেও হলুদের গুরুত্ব অপরিসীম। হলুদ বৃহস্পতি গ্রহকে সবল রাখতে সাহায্য করে। পালন করতে হবে কয়েকটি সহজ টোটকা। তবে একটা কথা অবশ্যই মনে রাখতে হবে, টোটকা করতে প্রয়োজনীয় হলুদটি রান্নাঘর থেকে নেওয়া যাবে না। টোটকার কাজে লাগানোর জন্য বাজার থেকে টাটকা, তাজা হলুদ কিনে নিয়ে আসতে হবে। তার পর সেই হলুদ দিয়ে উপায়গুলি করতে হবে।
আরও পড়ুন:
টোটকা:
১) প্রতি দিন সকালে ঘুমে থেকে উঠে জলে হলুদ মিশিয়ে বাড়ির প্রধান দরজায় ছিটিয়ে দিন। বাড়ি সব সময় পজ়িটিভ শক্তিতে ভরে থাকবে। এ ছাড়া আর্থিক সমস্যাও দূর হয়।
২) অর্থ আসলেও তা হাতে থাকছে না? সে ক্ষেত্রে এক টুকরো গোটা হলুদ লাল বা হলুদ কাপড়ে মুড়ে টাকা রাখার জায়গায় রেখে দিন। আর্থিক সমস্যা থেকে মুক্তি পাবেন।
৩) বাড়ির প্রত্যেকটা ঘরের মাথার উপরে হলুদ দিয়ে স্বস্তিক চিহ্ন এঁকে রাখুন। এই কাজটি করলে ঘরে অশুভ শক্তি প্রবেশ করতে পারবে না।
আরও পড়ুন:
৪) দীর্ঘ দিন ধরে বিয়েতে বাধা আসছে? সে ক্ষেত্রে গঙ্গাজলে হলুদ মিশিয়ে সূর্যদেবকে অর্পণ করুন।
৫) হলুদের মালা বানিয়ে জপ করলে স্বামী-স্ত্রীর সম্পর্ক মজবুত হয়।
৬) কোনও গুরুত্বপূর্ণ কাজ যদি দীর্ঘ দিন ধরে আটকে থাকে, তা হলে কিছুটা চাল হলুদ রং করে লাল কাপড়ে মুড়ে মানিব্যাগে রেখে দিন।
আরও পড়ুন:
৭) যে কোনও শুভ কাজে বেরোনোর আগে হলুদের তিলক লাগানো খুবই ভাল।
৮) গলায় হলুদের তিলক লাগালে বাক্শক্তি বৃদ্ধি পায় বলে মনে করা হয়।
৯) হলুদ জলে স্নান করলে শারীরিক সুস্থতা বাড়ে এবং বুদ্ধির তীক্ষ্ণতা বৃদ্ধি পায়।
১০) অর্থনৈতিক দিক দিয়ে উন্নতির জন্য প্রতি দিন সূর্যদেবকে হলুদের জল অর্পণ করুন।