গ্রহের অবস্থানের চাপে হোক বা পরিস্থিতির চাপে, মানুষের মানসিক শান্তি যখন বিঘ্নিত হয়, তখন চারপাশের কোনও কিছুই ভাল লাগে না। মানসিক চাপ মানুষকে অনেকটা পিছিয়ে নিয়ে যেতে পারে। কারণ এই চাপে মানুষ কোনও কিছুতেই মন দিতে পারে না, সব সময় অশান্তি কাজ করে। এই রকম পরিস্থিতিতে রাতের ঘুম পর্যন্ত চলে যায়। রাতে ঠিকঠাক ঘুম না হলে পরের দিনটা খুবই কষ্ট হয়। জেগে বিছানায় শুয়ে থাকাটা খুবই অস্বস্তির। অনেক সময় গ্রহের পরিস্থিতির কারণে এমন হয়, আবার অনেক সময় ব্যক্তিগত কোনও কারণেও এমনটা ঘটে। জ্যোতিষশাস্ত্রে খুব ভাল একটি টোটকা রয়েছে, যা পালন করলে এই সমস্যা থেকে অনেকটা মুক্তি পাওয়া যাবে।
আরও পড়ুন:
টোটকা:
একটি মাটির প্রদীপে কিছুটা কর্পূর নিন। দিনের সব কাজ মিটে যাওয়ার পর অথবা রাতে ঘুমোতে যাওয়ার আগে বাড়ির সদর দরজায় সেটি জ্বালান। যত ক্ষণ কর্পূরটা জ্বলবে, তত ক্ষণ সেখানেই দাঁড়িয়ে থাকুন। কর্পূরটা যখন সম্পূর্ণ পুড়ে শেষ হয়ে যাবে, তখন ঘরে এসে শুয়ে পড়ুন। এই কাজে যেই প্রদীপটা ব্যবহার করা হবে, সেই প্রদীপটা আর ঘরের ভিতর আনবেন না। সেটিকে দরজার এক পাশে রেখে দিন। এই কাজটি পর পর ১১ দিন করুন। প্রথম দিন ব্যবহার করা প্রদীপটিই বাকি ১০ দিন জ্বালুন। এই কাজটি করলে কিছুটা হলেও অনিদ্রার সমস্যা থেকে মুক্তি পাওয়া যাবে।