Advertisement
৩০ এপ্রিল ২০২৪

জেনে নিন বাস্তুতে ঝাড়ুর প্রভাব

যে কোনও শুভ দিনে যেমন পূষ্যা নক্ষত্র পতিত দিনে বা যে কোনও শুভ দিনের আগের দিন তিনটি ঝাড়ু লোকচক্ষুর আড়ালে এনে ব্রহ্মমূহুর্তে মন্দিরে গিয়ে মন্দিরের ভিতরে রেখে আসতে হবে। বিশেষত, যখন খারাপ সময় যায় তখন এই কার্যটি করলে ভাল ফল পাওয়া যাবে।

পার্থপ্রতিম আচার্য
শেষ আপডেট: ১৫ মে ২০১৮ ০০:৪২
Share: Save:

ঝাড়ু কী ভাবে ব্যবহার করবেন দেখে নেওয়া যাকঃ-

১। যে কোনও শুভ দিনে যেমন পূষ্যা নক্ষত্র পতিত দিনে বা যে কোনও শুভ দিনের আগের দিন তিনটি ঝাড়ু লোকচক্ষুর আড়ালে এনে ব্রহ্মমূহুর্তে মন্দিরে গিয়ে মন্দিরের ভিতরে রেখে আসতে হবে। বিশেষত, যখন খারাপ সময় যায় তখন এই কার্যটি করলে ভাল ফল পাওয়া যাবে।

২। যখন কেউ নতুন বাড়ি করবে তখন যেন পুরনো ঝাড়ু ব্যবহার না করে। নতুন বাড়ির জন্য নতুন ঝাড়ু ব্যবহার শ্রেয়।

৩। ঝাড়ু সবসময় লুকিয়ে রাখতে হয়।

৪। ঝাড়ু পা দিয়ে সরাতে নেই।

৫।ঝাড়ু দাঁড় করিয়ে রাখতে নেই।

৬। পুরানো ঝাড়ু আগুনে পোড়াতে নেই।

৭। রান্না ঘর বা খাবারের জায়গায় ঝাড়ু রাখতে নেই।

৮। সূর্যাস্তের পর ঘরে ঝাড়ু দিতে নেই।

৯। ঝাড়ু সবসময় পরিস্কার করে রাখতে হয়।

১০। বেশি পুরানো ঝাড়ু রাখতে নেই।

১১। স্বপ্নে ঝাড়ু দেখা মানে আর্থিক লোকসান।

১২। নতুন ঝাড়ু সবসময় শনিবার বোনা উচিত।

১৩। ঘরের ঝাড়ু দিয়ে নোংরা স্থান ঝাঁট দেওয়া উচিত নয়।

১৪। পূজা ঘরের ও রান্না ঘরের ঝাড়ু সবসময় আলাদা করা উচিত।

১৫। ঝাড়ু পুরানো হয়ে গেলে ময়লার গাড়িতে ফেলা যেতে পারে কিন্তু জলে ফেলে দিলে বেশি ভাল হবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Vastu Broom Vastu tips Astrology
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE