Advertisement
০৮ মে ২০২৪

করতলে চতুস্কোণ চিহ্ন ও তার প্রভাব

দেখে নেওয়া যাক করতলের কোন ক্ষেত্রে এই চিহ্ন কী রূপ ফল প্রদান করে-

পার্থপ্রতিম আচার্য
শেষ আপডেট: ১৪ ডিসেম্বর ২০১৮ ০০:০০
Share: Save:

চতুস্কোণ রেখাটি দেখতে আকর্ষণীয় প্রকৃতির। এটির আকৃতি চার কোণ যুক্ত। যে জন্য একে চতুস্কোণ চিহ্ন হিসাবে অভিহিত করা হয়। এই চিহ্নটি হাতে থাকলে সমস্ত রকম বিপদের হাত থেকে রক্ষা পাওয়া যায়।

এখন দেখে নেওয়া যাক করতলের কোন ক্ষেত্রে এই চিহ্ন কী রূপ ফল প্রদান করে-

১। এই চিহ্নটি যদি মঙ্গলের ক্ষেত্রে থাকে, তা হলে জাতক প্রচুর সম্পত্তির অধিকারী হয়ে থাকে।

২। রবির স্থানে চতুস্কোণ চিহ্নটি থাকলে যশ প্রাপ্তি ও ধন উপার্জনের পথের সমস্ত বিপদ থেকে রক্ষা পাওয়া যায়। এর ফলে জাতক কর্মক্ষেত্রে জয়ী হয়।

৩। এই চিহ্নটি রাহু ক্ষেত্রে থাকলে জাতক কর্তব্যপরায়ণ হয়। ত্যাগী, পরোপকারী ও দানশীল প্রকৃতির হয়। কিন্তু অনেক সময় এরা বন্ধুদের দ্বারা প্রতারিত হয়ে থাকে।

৪। শনির ক্ষেত্রে এই চিহ্নটির মাঝখানে যদি একটি ছোট্ট লাল বিন্দু বা দাগ থাকে, তবে জাতক অগ্নিদাহের হাত থেকে রক্ষা পায়।

আরও পড়ুন: আগামী বছর কোন রাশির আর্থিক অবস্থা কেমন থাকবে

৫। এটি বুধের স্থানে থাকলে শিক্ষা, বাণিজ্য, ধর্ম ও অর্থ উন্নতির পথের সমস্ত বাধা থেকে মুক্ত থাকা যায়।

৬। বৃহস্পতির ক্ষেত্রে চতুষ্কোণ চিহ্ন থাকা জাতকের পক্ষে শুভ। এটি থাকলে জাতক আশা পূরণের সময় কোনও রকম বাধার সম্মুখীন হয় না।

৭। শিরোরেখার উপর চতুষ্কোন চিহ্ন থাকলে মস্তকে আঘাত পাওয়ার হাত থেকে রক্ষা পাওয়া যায়।

৮। আয়ুরেখার উপরে যদি চতুষ্কোন চিহ্নটি থাকে, তা হলে বিপদ থেকে রক্ষা পাওয়া যায়।

৯। তবে হৃদয় রেখার উপরে যদি চতুষ্কোণ চিহ্ন থাকে, তা হলে প্রেমে অসাফল্যেরই নির্দেশ দেয়।

১০। ভাগ্যরেখায় এই চিহ্ন থাকলে আর্থিক বিপদের বা ক্ষতির থেকে রক্ষা পাওয়া যায়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Rectangular shape Palm Rashi
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE