Advertisement
২৭ সেপ্টেম্বর ২০২৩
jupiter

বৃহস্পতি সম্পর্কে বিশেষ কিছু তথ্য যা অবাক করবে

আমরা সকলেই বৃহস্পতি গ্রহ সম্পর্কে কম বেশি জানি। বৃহস্পতিই আমাদের জীবনের পরিপূরক কারণ এটাই একমাত্র গ্রহ যা আমাদের জীবনে সব করাতে পারে।

প্রতীকী চিত্র।

প্রতীকী চিত্র।

শ্রীমতী অপালা
শেষ আপডেট: ০৭ মে ২০২২ ০৮:১৬
Share: Save:

আমরা সকলেই বৃহস্পতি গ্রহ সম্পর্কে কম বেশি জানি। বৃহস্পতিই আমাদের জীবনের পরিপূরক কারণ এটাই একমাত্র গ্রহ যা আমাদের জীবনে সব করাতে পারে। যেমন এই গ্রহ কাউকে প্রখর জ্ঞান প্রদান করে, আবার উল্টো দিকে জ্ঞানহীনও করতে পারে। এই গ্রহ এক দিকে উদারতা দেয়, আবার উল্টো দিকে কাউকে কৃপণ বানায়। এই গ্রহ মানুষকে সব থেকে ভাল কাজ করতে সাহায্য করে, আবার খারাপ কাজ করাতেও ইনিই পারেন। এই গ্রহই মানুষের ঋণ তৈরি করে আবার ঋণ থেকে মুক্তির পথও এই গ্রহই দেয়।

তাই অবশ্যই সবাইকে মনে রাখতে হবে বৃহস্পতি জন্মছকে যদি খারাপ অবস্থায় থাকে তা হলে তো তাঁর প্রতিকার করতেই হবে, কিন্তু যদি বৃহস্পতি ভাল অবস্থায় বা যে কোনও অবস্থাতেই থাকুক না কেন বৃহস্পতির প্রতিকার অবশ্যই করে নেওয়া প্রয়োজন। এর ফলে জীবনের প্রচুর অংশে শুভ ফল পাওয়া যায়। এ ছাড়া গ্রহের প্রতিকার করার পরেও বিশেষ কিছু কাজ থাকে সেগুলো যদি করা যায় তবে জীবনে নানা অংশে উপকার পাওয়া যায়।

বৃহস্পতির বিশেষ ক্রিয়াগুলো কী কী—

• যদি বৃহস্পতি জন্মছকে খুবই খারাপ বা দুর্বল অবস্থায় থাকে তা হলে সব সময় একটা সোনার হার গলায় পরে থাকতে হবে।

• প্রতি দিন সকালে কপালে কেশর এবং চন্দনের তিলক লাগাতে হবে।

• রাতে এক গ্লাস জলে রুদ্রাক্ষ ভিজিয়ে রেখে সেই জল সকালে পান করতে হবে।

• নিজের থেকে বড় অর্থাৎ যে কোনও গুরুজনের চরণ স্পর্শ করতে হবে।

• যদি সম্ভব হয় সপ্তাহে বা মাসে এক বার ছোলার ডাল দান করুন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE