দেবতাদের পুজো করতে ফুলের প্রয়োজন সর্বোত্তম। নানা দেবতা যেমন বিভিন্ন ফুল পছন্দ করেন, তেমনই কয়েকটি ফুল নির্দিষ্ট দেবতাদের দিলে তাঁরা রুষ্ট হন। উক্ত ফুলগুলিকে তাঁরা মোটেই পছন্দ করেন না। এর ফলে সেই দেবতার আশীর্বাদ তো লাভ হয়েই না, উল্টে তাঁদের রোষের মুখে পড়তে হতে পারে। তাই যে কোনও দেবতাকে পুজো করার আগে তাঁর কোন ফুল পছন্দ নয় এবং কোন ফুল পছন্দ সেটা জেনে নিলেই সমস্যা মিটে যায়। জেনে নিন কোন দেবতাকে কোন ফুল দেওয়া যাবে এবং কোন ফুল দেওয়া যাবে না।
আরও পড়ুন:
কোন দেবতাকে কোন ফুল দেওয়া যাবে না ও বদলে কী দেওয়া যেতে পারে?
শিব: আমরা অনেকেই জানি যে আকন্দ ও ধুতরো ফুল মহাদেব খুব পছন্দ করেন। অপরাজিতা ফুলও ভোলেবাবার খুব পছন্দ। কিন্তু মহাদেবকে ভুলেও হলুদ রঙের ফুল দেবেন না। লাল রঙের ফুলও না দিলেই ভাল হয়। বদলে যে কোনও সাদা ফুল দেওয়া যেতে পারে। তুলসীপাতাও মহাদেবকে দেওয়া যাবে না। এই পাতাও মহাদেব একদম পছন্দ করেন না, কেবল বেলপাতাতেই তিনি সন্তুষ্ট।
নারায়ণ: নারায়ণকে পুজো করার সময় কখনও ফুলের কুঁড়ি দেওয়া যাবে না। হলুদ রঙের ফুল এবং জবা ফুলও না দিতে পারলে ভালই হয়। বদলে তুলসীপাতা, বেল ফুল, জুঁই ফুল, পদ্ম ফুল প্রভৃতি দেওয়া যেতে পারে।
আরও পড়ুন:
গণেশ: সাদা রঙের ফুল গণপতি মোটেই পছন্দ করেন না। তাই গণেশকে সাদা ফুল দেওয়া যাবে না। বদলে লাল রঙের ফুল দিতে পারেন, এই রং গজাননের খুব পছন্দের।
লোকনাথ: লোকনাথ ব্রহ্মচারীকে লাল রঙের ফুল দেওয়া যাবে না। যে কোনও সাদা রঙের ফুল দিয়ে লোকনাথবাবার পুজো করা যাবে।
শনিদেব: শনিদেবকে কখনওই কোনও ঝলমলে রঙের ফুল দিয়ে পুজো করা যাবে না। এতে তিনি রুষ্ট হন। তাঁকে বেলপাতাও দেওয়া যাবে না। যে কোনও সাদা রঙের সুগন্ধি ফুল শনিদেব খুব পছন্দ করেন।
আরও পড়ুন:
ঠাকুরকে পুষ্পার্ঘ্য নিবেদন করার সময় আর কী কী মাথায় রাখতে হবে?
· পুজোর ফুল সর্বদা স্নানের আগে তুলে রাখতে হয়। স্নান করার পর সেই ফুল দিয়ে ভগবানের পুজো করতে হয়।
· পুজোর ফুলে যাতে আমিষের ছোঁয়া না লাগে সেই বিষয়ে খেয়াল রাখতে হবে। পুজোর ফুলকে কোনও মতে পায়েও লাগানো যাবে না।
· বাজার থেকে ফুল আনার পর যে সেটিকে ধুয়েই দেবতাকে অর্পণ করতে হবে এ রকম কোনও ব্যাপার নেই। মন চাইলে অল্প গঙ্গার জল ছিটিয়ে নিতে পারেন।
· মাটিতে পড়ে থাকা ফুল দিয়ে কখনও ঠাকুরের পুজো করতে নেই। সেই ফুল যতই টাটকা হোক ভগবানকে দেওয়া যাবে না।
· আধফোটা ফুলও ঠাকুরকে না দিতে পারলে ভাল হয়।