১০ জুলাই ২০২৫, বৃহস্পতিবার গুরুপূর্ণিমা। সকল হিন্দুদের কাছে এই তিথিটি বিশেষ গুরুত্বপূর্ণ। গুরুপূর্ণিমার দিনটি যে কোনও বিশেষ কাজ শুরু করার জন্য উপযুক্ত। এই দিন বাড়িতে যে কোনও শুভ কর্ম করলে গৃহের উন্নতি হয়। এই বিশেষ দিনটা ধর্মীয় কাজের জন্যও উপযুক্ত। আষাঢ় মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথিতে গুরুপূর্ণিমা পালিত হয়, তাই এই তিথিকে আষাঢ়ী পূর্ণিমাও বলা হয়। জ্যোতিষশাস্ত্র মতে, এই বিশেষ তিথিতে বিশেষ কিছু উপায় পালন করার মাধ্যমে সংসারে সুখশান্তি বজায় থাকতে পারে।
আরও পড়ুন:
দেখে নেব উপায়গুলো কী কী:
১) গুরুপূর্ণিমার দিন সকাল সকাল গঙ্গাস্নান করা খুবই শুভ বলে মানা হয়। গঙ্গাস্নান করার পর যে কোনও পুরোহিতকে নিজের সাধ্যমতো কিছু দান করুন।
২) যাঁদের গুরুর দীক্ষা নেওয়া রয়েছে, তাঁরা এই দিন অবশ্যই গুরুর সঙ্গে দেখা করুন। সারা দিন যত বার সম্ভব গুরুর মন্ত্র জপ করুন।
আরও পড়ুন:
৩) এই দিন বাড়ির চার কোণে চারটে প্রদীপ জ্বালুন। মাটির প্রদীপের মধ্যে একটু হলুদ, সামান্য আখের গুড়, সামান্য ধান দিয়ে ঘিয়ের প্রদীপ জ্বালতে হবে। যদি চারদিকে সম্ভব না হয়, তা হলে বাড়ির ঈশান কোণে প্রদীপ প্রজ্বলিত করুন।
৪) ঋণ থেকে মুক্তি পেতে গুরুপূর্ণিমার দিন কুবের দেবতার সামনে ঘিয়ের প্রদীপ জ্বালুন।
৫) এই দিন সন্ধ্যাবেলা সদর দরজার দু’পাশে, প্রবাহিত নদী বা জলাশয়ে, তুলসীমঞ্চে এবং বাড়ির ছাদে প্রদীপ জ্বালুন। গুরুর আশীর্বাদ লাভ করবেন।
আরও পড়ুন:
৬) গুরুপূর্ণিমার দিন গুরুদেবের চরণে হলুদ বা সাদা ফুল দিয়ে প্রণাম করুন। গুরু না থাকলে, সকালে ঘুম থেকে উঠে মা-বাবার পা ছুঁয়ে প্রণাম করুন।
৭) এই দিন হলুদ বস্ত্র দান করতে পারলে খুব ভাল হয়। গঙ্গাজলে সামান্য হলুদ মিশিয়ে কলাগাছে অর্পণ করলেও ভাল ফল পাবেন।