২৬ মে, সোমবার ফলহারিণী অমাবস্যা। এক একটা অমাবস্যা তিথিতে মা কালীকে ভিন্ন নামে পুজো করা হয়। জ্যৈষ্ঠ মাসের অমাবস্যায় মা ফলহারিণী নামে পূজিত হন। ফলহারিণী অমাবস্যার একটা বিশেষ গুরুত্ব রয়েছে। এই দিন ভক্তিভরে মাকে ডাকলে মনের সকল ইচ্ছা পূরণ হয়। মা কালী সর্বদা আমাদের উপর তাঁর আশীর্বাদ বর্ষাচ্ছেন ঠিকই, তবে বিশেষ তিথিতে তাঁর পুজো করলে বিশেষ ফল লাভ করা যায়। হিন্দুমতে বিশ্বাস করা হয়, এই তিথিতে দেবীর পূজা-আরাধনায় অশুভ কাজের ফল নাশ হয় এবং শুভ ফল প্রাপ্ত হয়। জ্যোতিষশাস্ত্র মতে, এই দিন বিশেষ কিছু উপায় পালন করলে খুব সহজেই জীবনে থাকা সকল অশুভ শক্তির থেকে মুক্তি লাভ করা যায়। জীবনে শুভ সময় শুরু হয়।
আরও পড়ুন:
দেখে নেব কী উপায় করতে হবে:
১) সাধারণত মরসুমি ফল দিয়ে ফলহারিণী মায়ের পুজো করা হয়। আম, জাম, লিচু, আঙুর, আপেল সব রকম মরসুমি ফল দিয়ে মালা তৈরি করে মাকে পরানো হয়। এই পুজো করলে সংসারে দ্রুত সুখ-সমৃদ্ধি ঘটে। আপনিও আপনার সাধ্যমতো মরসুমি ফল মাকে অর্পণ করতে পারেন।
২) এই দিন যদি নিজের কোনও ইচ্ছা বা অভীষ্ট পূরণ করতে হয়, তা হলে আপনার সবথেকে পছন্দের মরসুমি ফল দিয়ে মায়ের কাছে অঞ্জলি সহকারে পুজো দিন। অঞ্জলি দেওয়া হয়ে গেলে নিজের মনের ইচ্ছা মায়ের কাছে প্রকাশ করুন। তার পর ফলটা এনে বাড়িতে রাখুন। ফলটি পচে গেলে জলে ভাসিয়ে দিতে পারেন, আবার রেখেও দিতে পারেন। মনে রাখতে হবে, যেই ফলটা মাকে দিচ্ছেন, সেটা এক বছর আপনি খেতে পারবেন না। মনের ইচ্ছা পূরণ হলে এক বছর পর ফলহারিণী অমাবস্যার দিনে মায়ের কাছে আবার সেই ফল অর্পণ করে পুজো দিন। তার পর মায়ের কাছে দেওয়া ফলটি নিয়ে গিয়ে গঙ্গায় ভাসিয়ে দিন। এর পর আপনি আবার সেই ফল খাওয়া শুরু করতে পারেন। মনের ইচ্ছা পূরণ না হওয়া অবধি মায়ের পায়ে অর্পণ করা ফলটি আপনি খেতে পারবেন না।
আরও পড়ুন:
-
হিন্দু ধর্মের সাত মন্ত্র ও স্তোত্র: নিয়ম মেনে পাঠ করলে দূর হবে সমস্যা, শুরু হবে সুখের সময়, উপচে পড়বে সৌভাগ্য
-
ঘর সাজানোর সরঞ্জাম থেকে লকেট, সবেতেই ঝুলছে ‘ইভিল আই’! এটি কি কুনজর থেকে সত্যিই বাঁচায়?
-
ভোরের স্বপ্ন কি আদৌ সত্যি হয়? দিনের নানা সময়ে স্বপ্ন দেখার তাৎপর্য কী? সব প্রশ্নের উত্তর দিলেন জ্যোতিষী
৩) এই দিন চাইলে মৌনব্রত পালন করতে পারেন। এতে মা সন্তুষ্ট হন।
৪) ভাল ফল পেতে এই দিন অশ্বত্থ গাছের গোড়ায় গঙ্গাজলে কাঁচা দুধ ও কালো তিল মিশিয়ে ঢালুন।
৫) এই দিন নিজের সাধ্যমতো কিছু দান করাও খুব শুভ বলে মনে করা হয়।