আতর হল এমন একটা সুগন্ধি যা ব্যবহার করলে মানসিক শান্তি পাওয়া যায়। সুগন্ধি আমরা অনেকেই ব্যবহার করে থাকি। কিন্তু আমরা অনেকেই জানি না যে সুগন্ধি দিয়ে করা টোটকা আমাদের ভাগ্য বদলে দিতে পারে। জ্যোতিষশাস্ত্র মতে, আতর দিয়ে নির্দিষ্ট এক টোটকা পালনে সৌভাগ্য বৃদ্ধি পাবে এবং জীবনে নানা দিক দিয়ে উপকার পাওয়া যাবে।
আরও পড়ুন:
টোটকা:
যে কোনও বৃহস্পতিবার মা লক্ষ্মীর পুজোর সময় ছোট আকৃতির দুটো আতরের শিশি নিয়ে দেবীর সামনে রেখে দিন। তার পর এক সপ্তাহ, অর্থাৎ পরের বৃহস্পতিবার পুজো করার সময় সেখান থেকে একটি আতরের শিশি নিয়ে নিজের মানিব্যাগে রাখতে হবে, আর একটা আতরের শিশি ঠাকুরের আসনেই রেখে দিতে হবে। উক্ত আতরটিকে ঠাকুরের কাজেও লাগাতে পারেন। তবে মানিব্যাগে যে আতরটি রাখা হল সেটি ব্যাগের গুপ্ত স্থানে রাখতে হবে। যেন বার বার সেখানে হাত না পড়ে সেটা খেয়াল রাখতে হবে। ব্যাগে রাখা আতরটিকে আর কোনও কাজে ব্যবহার করা যাবে না। এই কাজে গোলাপের আতর ব্যবহার করতে পারলে খুব ভাল ফল পাবেন।
আরও পড়ুন:
ফলাফল:
১) এই উপায়টি করলে আর্থিক উন্নতি তো হবেই, সঙ্গে সাংসারিক সব দিক থেকে উন্নতি হবে।
২) মানিব্যাগে আতর রাখলে মানসিক দুশ্চিন্তা থেকে মুক্তি পাওয়া যায়।
৩) আতর দিয়ে এই ক্রিয়া করলে হাতে কখনও টাকার অভাব হয় না।
৪) চন্দনের আতর ব্যবহার করলে সৌভাগ্য বৃদ্ধিতেও সাহায্য হয়।