সকালে ঘুম থেকে আমরা কী করছি না করছি তার উপর অনেক কিছুই নির্ভর করে। সকালে ওঠার পরই যদি কোনও মনখারাপ করা জিনিস দেখতে হয় বা খবর শুনতে হয়, তা হলে সারা দিনটাই বিষাদগ্রস্ত অবস্থায় কাটে। তেমনই সকাল সকাল কোনও ভাল খবর পেলে বাকি দিনটাও ভালই কাটে বলে বিশ্বাস করি আমরা। শাস্ত্র জানাচ্ছে, সকালে ঘুম থেকে ওঠার পর কী দেখছি না দেখছি সেটির উপর আমাদের ভাগ্য অনেকটাই নির্ভর করে। সকালে উঠে কয়েকটি জিনিস দেখা উচিত নয়। এতে আমাদের ভাগ্যের ক্ষতি হয়।
আরও পড়ুন:
সকালে ঘুম থেকে উঠে কোন কোন জিনিস দেখা উচিত নয়?
আয়নায় নিজের প্রতিবিম্ব: অনেকেই ঘুম থেকে ওঠার পর আয়নায় নিজেকে দেখেন। শাস্ত্রমতে এই অভ্যাস অত্যন্ত খারাপ। সকালে ঘুম থেকে উঠেই দাঁত-মুখ না ধুয়ে, বাসি মুখে আয়নায় নিজের প্রতিবিম্ব দেখতে নেই। এতে নিজেরই অকল্যাণ হয়।
নোংরা বাসন: আগের রাতের এঁটো বাসন সিঙ্কে জমিয়ে রাখার অভ্যাসও বহু মানুষের মধ্যেই বর্তমান। এই স্বভাবের জেরে যেমন ভাগ্যের ক্ষতি সাধন হয়, তেমনই সকালে ঘুম থেকে ওঠার পর সেই বাসনগুলো দেখলেও দিন খারাপ যায়। এর ফলে জীবনে আর্থিক সঙ্কট নেমে আসে।
আরও পড়ুন:
ভাঙা মূর্তি: বাড়িতে ভাঙা মূর্তি জমিয়ে রাখা যে ভাল নয় সেটা আমাদের অনেকেরই জানা রয়েছে। কিন্তু কোনও মূর্তি ভেঙে গেলে তৎক্ষণাৎ সেটি সরিয়ে ফেলা সম্ভব না-ই হতে পারে। সে ক্ষেত্রে সেটিকে এমন কোথাও রাখতে হবে যাতে সেটা চট করে চোখে না পড়ে। সকালে ঘুম থেকে উঠেই ভাঙা মূর্তি দর্শন করলে সারা দিনটা খারাপ যাবে।
ছায়া দেখা: সকালে ঘুম থেকে ওঠার পর নিজের সঙ্গে সঙ্গে অপর মানুষের ছায়া দেখাও অত্যন্ত অশুভ। এতে ভাগ্যের উপর কুদৃষ্টি পড়ে। হয়ে আসা কাজ শেষে গিয়ে ভেস্তে যায়।