সব সম্পর্কেই ভুল বোঝাবুঝি থাকে। মান-অভিমান সম্পর্কেরই অংশ। বন্ধুত্ব হোক বা প্রেম, ঝগড়া-ঝামেলা হবেই। কিন্তু কিছু রাশি রয়েছে যারা সম্পর্কের টালমাটালের সঙ্গে মানিয়ে উঠতে পারে না। এরা যদি এক বার কষ্ট পায়, তা হলে আর ফিরে তাকায় না। উক্ত মানুষ যতই কাছের হন না কেন, তাঁকে ছেড়ে চলে যাওয়ার আগে দু’বার ভাবেন না এই সকল রাশির মানুষেরা।
আরও পড়ুন:
কোন রাশির মানুষেরা এক বার চলে গেলে আর ফিরে তাকান না?
মিথুন: মিথুন রাশির জাতক-জাতিকারা হাসিখুশি প্রকৃতির হন। এঁদের মুখে সর্বদা হাসি লেগে থাকে। কিন্তু এই রাশির মানুষেরা যদি কোনও ব্যাপারে মনে কষ্ট পান, তা হলে এক লহমায় বদলে যান। তখন আর এঁরা ফিরে তাকান না। কেউ এঁদের কষ্ট দিলে তাঁকে জীবন থেকে দূরে সরিয়ে দেন মিথুন রাশির ব্যক্তিরা।
কন্যা: কন্যা রাশির জাতক-জাতিকাদের মন খুব নরম হয়। এঁরা সচরাচর কারও সঙ্গে উচ্চ স্বরে কথা বলেন না, খারাপ ব্যবহারও করেন না। ঠিক তেমনই কেউ যদি এঁদের সঙ্গে এমন আচরণ করেন তা হলে কন্যা রাশি সেটা মানতে পারে না। উক্ত মানুষের থেকে যতটা সম্ভব দূরত্ব বজায় রেখে চলেন কন্যা রাশির ব্যক্তিরা।
আরও পড়ুন:
তুলা: কাছের মানুষকে সর্বদা আগলে রাখার ব্যাপারে বিশ্বাসী তুলা রাশির জাতক-জাতিকারা। মনের মানুষকে যে কোনও পরিস্থিতিতে কখনও কষ্ট পেতে দেন না এঁরা। কিন্তু সেই মানুষই যদি কোনও কারণে মনে আঘাত দেয় তা হলে তুলা রাশিরা ভয়ঙ্কর রূপ ধারণ করে। উক্ত মানুষটির দিকে আর দ্বিতীয় বারের জন্য ফিরে তাকান না এঁরা।
আরও পড়ুন:
বৃশ্চিক: আবেগতাড়িত বৃশ্চিক রাশি মনের মানুষকে নিজের সবটা দিয়ে ভালবাসেন। তিনি কিসে খুশি হবেন, না হবেন সে সকল নানা চিন্তা সর্বদা এঁদের মাথায় ঘুরে বেড়ায়। কিন্তু এক বার যদি তাঁদের কোনও কাজে বা কথায় বৃশ্চিকের মনে আঘাত লাগে তা হলেই ভালবাসা বদলে যায় প্রতিশোধের আগুনে। সেই মানুষটি তখন বৃশ্চিকের মন থেকে চিরদিনের জন্য বিদায় নেন।
আরও পড়ুন:
ধনু: ধনু রাশির ব্যক্তিদের কাছে সাধারণত নিজের স্বাধীনতার থেকে বড় কিছু হয় না। কিন্তু এঁরা যখন কোনও মানুষের প্রেমে পড়েন, তখন সেই মানুষটির জন্য নিজের স্বাধীনতা বিসর্জন দেওয়ার ব্যাপারে দু’বার ভাবেন না। কিন্তু এত কিছু করার পরও সেই মানুষটির থেকে কষ্ট পেলে ধনুরা এক লহমায় বদলে যায়। ধনু রাশির ব্যক্তিরা তখন উক্ত মানুষটির বিপরীত পথে হাঁটা দেন।