প্রতিটি মানুষেরই যেমন কিছু ভাল দিক রয়েছে, তেমনই রয়েছে কিছু খারাপ দিক। কোনও মানুষই শুধু ভাল গুণ দিয়ে তৈরি নন। সকলের মধ্যেই কিছু না কিছু খারাপ দিক বা বদভ্যাস রয়েছে। রাশির প্রকৃতি হিসাবে মানুষের মধ্যে যেমন নানা ভাল গুণাবলি দেখা যায়। তেমনই দেখা যায় নানা খারাপ দিক। সেই অনুযায়ী কোন রাশির খারাপ দিকগুলি কী জেনে নিন।
কোন রাশির মধ্যে কী খারাপ অভ্যাস দেখা যায়?
মেষ: রাশিচক্রের প্রথম রাশি মেষের জাতক-জাতিকারা কোনও কাজ করার আগে ভাবেন না। এঁরা আবেগের বশে না ভেবেই যা মন চায় করে ফেলেন। এর ফলে পরে গিয়ে এঁদের নানা সমস্যায়ও পড়তে হয়। কিন্তু তা সত্ত্বেও এঁরা শোধরান না।
আরও পড়ুন:
বৃষ: নিজের স্বাচ্ছন্দ্যের বাইরে বেরোতে কুণ্ঠা বোধ করেন বৃষ রাশির ব্যক্তিরা। এর ফলে এই রাশির ব্যক্তিদের অন্যদের তুলনায় পিছিয়ে পড়তে হয়। জীবনের নানা ভাল সুযোগ এঁদের হাতছাড়া হয়ে যায়। কিন্তু তা-ও এঁরা নিজেদের গণ্ডি ভেঙে বেরোন না।
মিথুন: মিথুন রাশির ব্যক্তিরা কখনও নির্দিষ্ট একটি কাজ নিয়ে খুশি থাকতে পারেন না। এঁরা একসঙ্গে অনেক কিছু করার ব্যাপারে আগ্রহ দেখালেও, শেষে গিয়ে কোনওটাই সুষ্ঠু ভাবে করে উঠতে পারেন না। সেই কারণে লোকের এঁদের উপর থেকে বিশ্বাস উঠে যায়।
কর্কট: এক বার কারও থেকে আঘাত পেলে সেটা আজীবন মনে রেখে দেয় কর্কট রাশিরা। সংবেদনশীল হওয়ার ফলে এরা ছোটখাটো ব্যাপারে কষ্ট পেয়ে যায়। তার পর সেটার উপর ভিত্তি করেই মানুষের বিচার করে। সেটাকে ভুলে এগিয়ে যেতে জানে না কর্কট রাশি।
আরও পড়ুন:
সিংহ: প্রশংসা কুড়োতে পছন্দ করেন সিংহ রাশির জাতক-জাতিকারা। এঁরা সর্বদা সব ঘটনার কেন্দ্রবিন্দু হতে চান। আর সেটা না হলেই এঁদের মুখভার হয়ে যায়। সেই কারণে কাছের মানুষেরা এঁদের থেকে দূরে চলে যায়।
কন্যা: কন্যা রাশির ব্যক্তিদের সব কিছু নিজেদের মনের মতো চাই। সেটা না পেলেই এঁদের মাথা গরম হয়ে যায়। এঁদের চোখে যেটা সেরা, সেটাই এঁদের দাবির তালিকায় শীর্ষে স্থান পায়। অন্যের মতামতকে পাত্তা দেন না এই রাশির ব্যক্তিরা।
তুলা: সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে পিছিয়ে রয়েছেন তুলা রাশির ব্যক্তিরা। এঁরা কখনওই কোনও সিদ্ধান্ত নিতে পারেন না। ছোটখাটো ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রেও খাবি খান তুলা রাশির জাতক-জাতিকারা।
আরও পড়ুন:
বৃশ্চিক: বৃশ্চিক রাশির জাতক-জাতিকারা সব কিছুর উপর কর্তৃত্ব ফলাতে পছন্দ করেন। এঁরা সর্বদা সবাইকে নিজেদের মর্জিমতো চালাতে চান। সেটা এই রাশির আশপাশের ব্যক্তিদের জন্য সমস্যার হয়ে ওঠে।
ধনু: কথা দিয়ে কথা না রাখার ব্যাপারে এগিয়ে রয়েছে ধনু রাশির ব্যক্তিরা। মানুষ হোক বা কাজ, কোনও কিছুর প্রতিই এঁরা একনিষ্ঠ নন। এই রাশির ব্যক্তিরা সর্বদা নতুন রহস্যের সন্ধানে মুখিয়ে থাকেন।
মকর: কর্মঠ মকর রাশির ব্যক্তিরা কাজের নেশায় এতটাই বুঁদ হয়ে যান যে নিজের জন্য বা পরিবারের জন্য সময় করে উঠতে পারেন না। এঁরা কাজেই নিজের সুখ খুঁজে পান। এর ফলে কাছের মানুষরা এঁদের প্রতি রুষ্ট হন।
আরও পড়ুন:
কুম্ভ: কুম্ভ রাশির ব্যক্তিরা কাছের মানুষদের মন বোঝেন না। এঁরা মনের থেকে মাথার কথাই বেশি শোনেন। লোকের অনুভূতির দাম দিতে পারেন না এঁরা। সেই কারণে কাছের মানুষদের সঙ্গে এঁদের একটা দূরত্ব তৈরি হয়।
মীন: স্বপ্নের জগতে ভেসে বেড়াতে পছন্দ করেন মীন রাশির জাতক-জাতিকারা। নিজেদের কল্পনায় এতটাই মেতে থাকেন যে আশপাশে কী চলছে সেই ব্যাপারে এঁদের কোনও হুঁশ থাকে না। সেই কারণে এঁদের নানা জটিলতায়ও পড়তে হয়।