চড়াই-উতরাই জীবনের অংশ। সাফল্য লাভের পথ সহজ হয় না। সে পথে হাঁটতে গেল সমস্ত মানুষকেই নানা বাধার সম্মুখীন হতে হয়। যাঁরা মনক্ষুণ্ণ না হয়ে, সেই বাধা টপকে যেতে পারেন, তাঁরাই শেষে গিয়ে সফলতার স্বাদ পান। বাকিরা পিছিয়ে পড়েন। রাশিচক্রের তিন রাশি এই দৌড়ে এগিয়ে রয়েছেন। এঁরা সহজে হার মানার পাত্র নন। জেনে নিন তাঁরা কারা।
আরও পড়ুন:
-
বিছানায় বসে খেলে বিপদ, রান্নাঘরে খাওয়াও ‘পাপ’! বাড়ির পাঁচ স্থানে খাবার খেলে বাড়বে দুর্ভোগ
-
শুয়ে-বসে পা নাড়ানোর অভ্যাস রয়েছে? চেষ্টা করেও পা-জোড়া স্থির রাখতে পারেন না? সাবধান, ছারখার হতে পারে জীবন!
-
গল্প করবে, ‘বিশেষ সময় কাটাবে’, কিন্তু সম্পর্ককে প্রেমের তকমা দেবে না! ভালবাসার বিপরীত পথে হাঁটেন পাঁচ রাশি
তালিকায় কোন কোন রাশি?
মেষ: রাশিচক্রের প্রথম রাশি মেষ নিজেদের লক্ষ্যে স্থির থেকে এগিয়ে চলেন। এঁরা কৈশোরেই স্থির করে নেন যে বড় হয়ে কী হতে চান এবং তখন থেকেই প্রস্তুতি নেওয়া শুরু করেন। জীবনে চলার পথে যত বাধাই আসুক না কেন, এই রাশির ব্যক্তিরা কখনও হার মানেন না। সফলতার শিখরে পৌঁছনোর খিদে এঁদের তাড়া করে বেড়ায়। কঠোর পরিশ্রমে এঁরা নিজেদের স্বপ্ন পূরণ করেই ছাড়েন।
সিংহ: হার না মানার ক্ষেত্রে এগিয়ে রয়েছে সিংহ রাশি। এঁরা রাজার হালে জীবন কাটানোর স্বপ্ন দেখতে ভালবাসেন। সেই স্বপ্ন পূরণ করার জন্য যা কিছু করতে রাজি এঁরা। মাঝপথে থেমে যাওয়া এঁদের রাশিগত প্রকৃতিতে নেই। পরিবার, প্রেম প্রভৃতি কোনও কিছুই এঁদের লক্ষ্যচ্যুত করতে পারে না। সিংহ রাশির ব্যক্তিদের জীবনে অগ্রাধিকার পায় পেশাজীবনে সাফল্য। তার পর আসে বাকি সব কিছু।
মকর: মকর রাশির জাতক-জাতিকারা কঠোর পরিশ্রম করার ব্যাপারে কখনও পিছপা হন না। পেশাজীবনে যত বাধাই আসুক না কেন, এঁরা নিজেদের বলে তা অনায়াসেই অতিক্রম করে এগিয়ে চলেন। কঠিন পরিস্থিতিতেও এই রাশির ব্যক্তিরা মাথা ঠান্ডা রেখে কাজ করে যেতে পারেন। সেকারণে লক্ষ্যপূরণে এঁদের বেশি সময়ও লাগে না। জীবনের ময়দানে জয় ছিনিয়ে নেওয়ার কৌশল মকর রাশির জাতক-জাতিকাদের নখদর্পণে।