রুপোর গুণাগুণের ব্যাপারে প্রায় সকলেরই কমবেশি ধারণা রয়েছে। চাঁদের সঙ্গে রুপোর সম্পর্ক রয়েছে। এই ধাতু ধারণে মন শান্ত হয়। বর্তমানে অনেক মহিলা সোনার থেকে রুপো পরতেই বেশি পছন্দ করেন। দামও সাধ্যের মধ্যে, আবার রুপোর গয়না পরলে দেখতেও লাগে সুন্দর। শাস্ত্রমতে, রুপো শুভ ধাতু। যে সকল রাশির ব্যক্তিদের কোষ্ঠীতে চন্দ্র অশুভ অবস্থানে থাকে, তাঁরা রুপো ধারণে শুভ ফল পান। এছাড়াও রাশিচক্রের পাঁচ রাশির জন্য রুপোকে শুভ মনে করা হয়। কিন্তু যেনতেন প্রকারে রুপো পরে নিলেই হবে না। রুপোর যে কোনও গয়না পরার আগে মানতে হবে কিছু উপায়। তা হলেই সুফল মিলবে।
আরও পড়ুন:
রুপো কাদের জন্য শুভ?
বৃষ, কর্কট, বৃশ্চিক, তুলা এবং মীন রাশির জাতক-জাতিকাদের জন্য রুপো অত্যন্ত শুভ বলে মনে করা হয়। রুপো পরলে এই রাশির ব্যক্তিদের ভাগ্য বদলে যায় বলে মনে করছে জ্যোতিষশাস্ত্র। মানসিক শান্তি বৃদ্ধি পায়। মন সর্বদা হাসিখুশি থাকে। কোষ্ঠীতে চন্দ্র উচ্চস্থ হয়। তবে জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, সঠিক নিয়ম মেনে রুপো ধারণ না করলে নানা কাজে বাধাপ্রাপ্ত হতে হয়।
আরও পড়ুন:
রুপোর গয়না পরার সঠিক নিয়মগুলি কী কী?
- রুপোর গয়না বাজার থেকে কিনে এনে পরলেই হবে না। সপ্তাহে কোন দিন এই গয়না পরা শুভ সেটা মাথায় রাখা জরুরি। সোমবার এবং শুক্রবার রুপোর গয়না পরার জন্য শ্রেয়। এই দু’দিন রুপোলি ধাতু ধারণ করা যেতে পারে।
- রুপোর গয়না পরার সময় খেয়াল রাখতে হবে তাতে যেন কোনও জোড় না থাকে। জোড়যুক্ত রুপোর গয়না পরা থেকে বিরত থাকা উচিত বলে মত জ্যোতিষশাস্ত্রের।
- মহিলাদের সর্বদা বাঁ হাতে রুপোর আংটি পরতে হবে। ছেলে বা মেয়ে, উভয়েই বৃদ্ধাঙ্গুলিতে রুপোর আংটি পরতে পারলে খুব ভাল হয়।