বাস্তুশাস্ত্রে জীবনের সমস্যা কাটিয়ে ওঠার নানা টোটকার কথা বলা রয়েছে। তারই মধ্যে বিশেষ কিছু নিয়ম রয়েছে, যেগুলি যদি সঠিক ভাবে মানা যায়, তা হলে জীবনে বেশ কিছু সমস্যা থেকে মুক্তি পাওয়া যাবে। জীবন যত দিন রয়েছে, সমস্যা থাকবেই। কিন্তু চেষ্টা করতে হবে, সেই সমস্যাগুলিকে যতটা সম্ভব থিতিয়ে রাখার। সেই ব্যাপারে আমাদের সাহায্য করতে পারে বাস্তুশাস্ত্র। দৈনন্দিন জীবনের বেশ কয়েকটা সমস্যার সমাধান দেওয়া হল এই প্রতিবেদনে।
আরও পড়ুন:
নানা সমস্যা থেকে মুক্তি পাওয়ার উপায়:
১) জীবনে যদি আইন-আদালত নিয়ে সমস্যা লেগেই থাকে, তা হলে পিতলের একটা বাঁশি এনে বাড়ির ঠাকুরঘরে রেখে দিন। এতে আইন সংক্রান্ত জটিলতা থেকে কিছুটা হলেও মুক্তি পাবেন।
২) পারিবারিক সমস্যা বা দাম্পত্য কলহ থেকে রেহাই পেতে সদর দরজার সামনে অথবা বাড়ির উঠোনে একটা গর্ত করুন। এবার একটা বেদানা গাছের এক টুকরো শিকড় সেই গর্তে ফেলে মাটি চাপা দিয়ে দিন। কাজটি রাত্রিবেলা করতে হবে। তা হলেই সমস্যা থেকে রেহাই পাবেন।
আরও পড়ুন:
৩) কোনও কিছুই ভাল লাগছে না? মেজাজ সর্বদা সপ্তমে চড়ে রয়েছে? রাতে ঘুমোনোর সময় বালিশের তলায় রেখে দিন একটা রুপোর কয়েন। এই কাজটি পর পর ১৫ দিন করে দেখুন, উপকার হবে।
৪) ব্যবসায় মনের মতো লাভ হচ্ছে না? দোকানে গ্রাহকের সংখ্যা বাড়াতে দোকানের দক্ষিণ দিকে একটা বাল্ব জ্বালিয়ে রাখুন। সকাল থেকে রাত—দোকান যত ক্ষণ খোলা থাকবে বাল্বটিও জ্বেলে রাখতে হবে। তবে বাল্বটি যদি সব সময় জ্বেলে রাখা যায় তা হলে খুবই ভাল।
আরও পড়ুন:
৫) সমাজে নিজের সম্মান বাড়াতে আটা মেখে তার গুলি বানিয়ে রোদে শুকিয়ে নিন। তার পর সেগুলি মাছকে খাওয়ান।