রাস্তায় চলাফেরা করতে গিয়ে অনেক সময়ই টাকা পড়ে থাকতে দেখা যায়। তখন স্বাভাবিক ভাবেই আমরা নিজেদেরকে ভাগ্যবান মনে করি। বহু মানুষই আশপাশে কেউ লক্ষ করছেন কি না সেটা দেখে নিয়ে টাকাটি তুলে নিয়ে পকেটে ভরে ফেলেন। অনেকে আবার গভীর চিন্তায় পড়ে যান রাস্তায় পড়ে থাকা টাকা তোলা ঠিক হবে কি না। কিছু মানুষ আবার একটু বেশি টাকা পেলে তার কিছুটা নিজের কাছে রেখে বাকিটা কোনও মন্দিরে দিয়ে আসেন। কুড়িয়ে পাওয়া টাকা নিয়ে আমাদের সকলেরই মনে নানা ভাবনা চলতে থাকে। শাস্ত্র বলছে, রাস্তায় পড়ে থাকা টাকা আমাদের নানা ইঙ্গিত দিয়ে থাকে। সেগুলি কী জেনে নেওয়া যাক।
আরও পড়ুন:
-
কাজের চাপে মেজাজ গরম, তাতে ঘৃতাহুতি দিচ্ছে মা-স্ত্রীর বকবক? ছন্নছাড়া জীবনকে ছন্দে আনুন সহজ পাঁচ টোটকায়
-
ব্যবসায় উন্নতি আনতে শুধু বিশ্বকর্মার পুজো করলেই হবে না, করতে হবে বিশেষ কিছু উপায়, তা হলেই হবে ‘লক্ষ্মীলাভ’
-
মাঝ-সেপ্টেম্বরে রবির ঘরে গমন করবে শুক্র, ঘটবে মঙ্গলময় সংযোগ! যোগের প্রভাবে কপাল খুলবে তিন রাশির
রাস্তায় পড়ে থাকা টাকা কীসের ইঙ্গিত দেয়?
অনেকেই মনে করেন রাস্তায় পড়ে থাকা টাকা তুলতে নেই। সেই ধারণা সম্পূর্ণ ভুল। রাস্তায় পড়ে থাকা টাকা তোলা অশুভ নয়। বরং এর থেকে মিলতে পারে নানা শুভ ইঙ্গিত পাওয়া যায়।
- কোনও জরুরি কাজে যাওয়ার সময় যদি রাস্তায় টাকা পড়ে থাকতে দেখেন তা হলে বুঝতে হবে যে সেই কাজে আপনি সফল হবেন।
- রাস্তায় যদি খুচরো পয়সা কুড়িয়ে পান তা হলে শীঘ্রই কোনও সুসংবাদ পেতে পারেন।
- টাকা ভর্তি মানিব্যাগ রাস্তায় কুড়িয়ে পেলে বুঝবেন আপনার ভাগ্যে পৈতৃক সম্পত্তি লাভের যোগ রয়েছে। তবে সেই ব্যাগ নিজের কাছে রেখে না দিয়ে কার ব্যাগ সেটা খুঁজে বার করে দিয়ে দেওয়াই কাম্য।
- রাস্তায় টাকা কুড়িয়ে পাওয়াকে ঈশ্বরের আশীর্বাদ রূপেও গণ্য করা হয়। মা লক্ষ্মী নিজে থেকে আপনার কাছে আসতে চাইছেন, এটি একটি অত্যন্ত শুভ ইঙ্গিত।