ভালবাসা খুবই সুন্দর একটা অনুভূতি। প্রেমে পড়ার মতো মিষ্টি ব্যাপার বেশ কমই দেখা যায়। মনের মানুষের সঙ্গে জীবন কাটানোর স্বপ্ন প্রায় প্রত্যেকটা মানুষই দেখেন। ভালবেসে প্রতারণার শিকারও হন অনেকে। অনেকেই আছেন যাঁরা ভালবাসায় হার মানেন না। মনে বিশ্বাস রেখে চলেন এ বিশ্বে এমন এক জন কেউ তো আছেনই যিনি তাঁকে বুঝবেন, তাঁর অনুভূতিকে ধুলোয় মিশিয়ে ছেড়ে চলে যাবেন না। তেমনই এমনও একদল মানুষ রয়েছেন যাঁরা ভালবাসতে ভয় পান। নিজের অনুভূতি প্রকাশ করতে কুণ্ঠাবোধ করেন। শাস্ত্র বলছে, পাঁচ রাশির মানুষদের মধ্যে এই স্বভাব বেশি দেখা যায়। জেনে নিন তাঁরা কারা।
আরও পড়ুন:
কোন পাঁচ রাশি ভালবাসতে ভয় পান?
মেষ: রাশিচক্রের প্রথম রাশি মেষ ভালবাসার ক্ষেত্রে শেষে রয়েছে বললে ভুল হবে না। এঁরা ভালবাসতে তো দূর, ভালবাসার কথা ভাবতেও পছন্দ করেন না। মেষ রাশির জাতক-জাতিকারা স্বাধীন ভাবে জীবন কাটাতে পছন্দ করেন। ভালবাসার মানুষ যদি এঁদের সেই স্বাধীনতায় হস্তক্ষেপ করেন, এই ভাবনায় এঁরা ভালবাসার দিকে পা বাড়ান না।
কন্যা: কন্যা রাশির ব্যক্তিরাও ভালবাসার সম্পর্কে জড়াতে পছন্দ করেন না। এঁরা একঘেয়ে জীবন কাটাতে নারাজ। পরিবর্তনশীল জীবনেই এঁরা আনন্দ খুঁজে পান। পাছে ভালবাসায় জড়িয়ে যদি এঁদের জীবনের রহস্য খোয়া যায় সেই ভয়ে কন্যা রাশির জাতক-জাতিকারা প্রেম থেকে দূরে থাকেন। বন্ধু হতে চাইলে এঁরা সর্বদা পাশে থাকবেন, কিন্তু যখনই সেই সম্পর্কে ভালবাসার রং লাগানোর কথা বলা হবে, তখনই এঁরা পালানোর পথ খোঁজা শুরু করেন।
বৃশ্চিক: আবেগতাড়িত বৃশ্চিক রাশি কষ্ট পাওয়ার আশঙ্কায় সম্পর্কে জড়াতে ভয় পান। পাছে যদি মন ভাঙে, সেই ভাবনায় এঁরা কোনও সম্পর্কে জড়াতে চান। বৃশ্চিকের মনে হয়, এঁদের মনের কথা কেউ বুঝবেন না। সেই কারণে এই রাশির লোকেরা বন্ধুত্বের পর সম্পর্ককে আর এগোতেই চান না। প্রেমে ব্যথা পাওয়া থেকে এঁরা নিজেদের শতহস্ত দূরে রাখতে চেয়েই সম্পর্কে জড়ান না।
মকর: মকর রাশির জাতক-জাতিকারা নিজেদের স্বাধীনতার মাঝে কোনও কিছুকেই আসতে দিতে পছন্দ করেন না। এঁরা নিজেদের খেয়ালে জীবন কাটাতে পছন্দ করেন। অন্যের কথা মেনে চলা এই রাশির ব্যক্তিদের পছন্দ নয়। প্রেমের সম্পর্কে জড়িয়ে যদি এঁদের নিজস্ব মতবাদ বদলাতে হয়, সেই ভাবনায় এঁরা ভালবাসা থেকে নিজেদের দূরে রাখতে চান।
কুম্ভ: নানা প্রকার বিষয় নিয়ে আলোচনা, গল্প, হাসিঠাট্টা প্রভৃতি করতে কুম্ভ রাশির ব্যক্তিরা পছন্দ করেন। লোকজনের সঙ্গে মেলামেশাও এঁদের অতি পছন্দের বিষয়। নতুন মানুষকে জানা ও চেনার ব্যাপারে এঁরা সর্বদা আগ্রহী। কিন্তু এখানেই ইতি, এর বাইরে গিয়ে ভালবাসার সম্পর্ক স্থাপনের ব্যাপার আসলে কুম্ভেরা নিজের রাস্তায় হাঁটা দেন। সম্পর্কের বাঁধনে নিজেদের বাঁধতে এই রাশির ব্যক্তিরা পছন্দ করেন না।