Advertisement
১৯ এপ্রিল ২০২৪

মীন রাশি বা লগ্নের আত্মীয়স্বজন কেমন হয়

আত্মীয়স্বজন ভাল পাওয়া ভাগ্যের ব্যাপার। আত্মীয়-পরিজন পরিবেষ্টিত শৈশব, প্রতিটি মানুষেরই আকাঙ্ক্ষিত।

পার্থপ্রতিম আচার্য
শেষ আপডেট: ২৪ এপ্রিল ২০১৯ ০০:০০
Share: Save:

আত্মীয়স্বজন ভাল পাওয়া ভাগ্যের ব্যাপার। আত্মীয়-পরিজন পরিবেষ্টিত শৈশব, প্রতিটি মানুষেরই আকাঙ্ক্ষিত। আজকের সমাজে যৌথ পরিবার প্রায় নেই বললেই চলে। শুধু বাবা, মা, বড় জোর দাদু, ঠাকুমা এবং দাদা-দিদি বা ভাই-বোন থাকলে তাদের নিয়েই পরিবার তৈরি। সাধারণত আত্মীয় স্থান বিচার হয় লগ্নের দ্বিতীয় ভাব থেকে।

এখন দেখে নেওয়া যাক মীন রাশি ও মীন লগ্নের জাতক-জাতিকার আত্মীয় ভাগ্য কেমন হতে পারে:

মীন রাশি বা লগ্নের জাতক-জাতিকারা সাধারণত সৎ, বাস্তববাদী ও পরোপকারী হয়। ফলে আত্মীয়স্বজনরা এঁদের পছন্দ করেন। কিন্তু এঁরা কিছুটা স্বার্থবাদী, স্পষ্টভাষী হওয়ায় অনেক ক্ষেত্রেই বহু আত্মীয় মনে মনে এঁদের অপছন্দ করেন। ফলে এঁদের আত্মীয়স্থান শুভাশুভ মিশ্রিত হয়। মীন রাশির দ্বিতীয় পতি মেষ রাশির অধিপতি মঙ্গল যদি শুভ ভাবে, শুভ গ্রহের যুক্তি বা দৃষ্টিতে থাকে, তা হলে আত্মীয়স্বজনের ক্ষেত্রে শুভ ফল পাওয়া যায়। শশুরবাড়ির আত্মীয়দের সঙ্গে মৌখিক সখ্যতা থাকে। এরা সাধারণত যে কোনও ব্যক্তি বা সম্পর্ককে জটিলভাবে বিশ্লেষণ করে বলে এঁদের সঙ্গে সাধারণত কারও স্বার্থহীন সম্পর্ক গড়ে ওঠা সম্ভব নয়। এঁরা নিজেরাই সকলের সঙ্গে একটু দূরত্ব রেখে মেলামেশা করে। নিজের বাবা-মায়ের প্রতি এঁদের গভীর আস্থা ও ভালবাসা থাকে। কিন্তু অন্য আত্মীয়দের সঙ্গে এঁরা কিছুটা স্বার্থ নিয়ে মেলামেশা করে।

আরও পড়ুন: বাংলা নতুন বছরে সিংহ রাশির জাতকের জীবনে কী কী ঘটতে পারে

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Pisces মীন Rashi
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE