প্রতিটি গ্রহই কিছু দিন অন্তর তাদের অবস্থান বদলায়। রাশিচক্রের প্রতিটি রাশির কোন মাস কেমন কাটবে সেটি জানার আগে তাই উক্ত মাসে গ্রহের অবস্থান জেনে নেওয়া জরুরি। ডিসেম্বর মাসে কর্কট রাশিতে বক্রগতিতে বৃহস্পতি অবস্থান করবে, ৫ ডিসেম্বর বক্রগতির কারণে বৃহস্পতি কর্কটের পূর্ববর্তী রাশি মিথুনে গমন করবে। সিংহ রাশিতে অবস্থান করবে কেতু। তুলা রাশিতে অবস্থান করবে বুধ। ৬ ডিসেম্বর বুধ রাশি পরিবর্তন করে পরবর্তী বৃশ্চিক রাশিতে গমন করবে। বৃশ্চিক রাশিতে সেই সময় একত্রে অবস্থান করবে রবি, মঙ্গল এবং শুক্র। মঙ্গল ৭ ডিসেম্বর, রবি ১৬ ডিসেম্বর এবং শুক্র ২০ ডিসেম্বর রাশি পরিবর্তন করে ধনু রাশিতে গমন করবে। কুম্ভ রাশিতে অবস্থান রাহুর। মীন রাশিতে মাস জুড়ে শনি থাকবে এবং মাসের প্রথম দিন চন্দ্র অবস্থান করবে। তার পর চন্দ্র মেষ রাশিতে গমন করবে। শাস্ত্রমতে, চন্দ্র আড়াই দিন অন্তর রাশি পরিবর্তন করে। সেই সময়কাল অনুযায়ী প্রতি আড়াই দিনের হিসাবে চন্দ্র রাশি পরিবর্তন করতে থাকবে।
আরও পড়ুন:
জ্যোতিষশাস্ত্র মতে, কিছু গ্রহ যেমন শুভ, তেমনই কয়েকটি গ্রহকে অশুভ মনে করা হয়। গ্রহের অবস্থান অনুযায়ী প্রতিটি রাশির জীবনেই ডিসেম্বরে কিছু না কিছু পরিবর্তন দেখা যাবে। কর্মক্ষেত্রে কেউ হয়ে উঠবে ঊর্ধ্বতনের প্রিয়, তেমনই কারও ভাগ্যে জুটবে বকুনি। কার ভাগ্যে কী রয়েছে রাশি মিলিয়ে দেখে নিন।
মেষ রাশি: মেষ রাশির জাতক-জাতিকাদের কর্মক্ষেত্রের সঙ্গে মাসের প্রথম সপ্তাহে বৃহস্পতির দৃষ্টি সম্পর্ক থাকার কারণে শুভ ফল পেলেও, পরবর্তী সময়ে মিশ্র ফল পাবেন। মাসের দ্বিতীয় ভাগে মন দিয়ে কাজ করতে হবে, না হলে সমস্যা বাড়তে পারে।
বৃষ রাশি: কর্মক্ষেত্রের সঙ্গে বৃহস্পতির দৃষ্টি সম্পর্ক থাকায় বৃষের জাতক-জাতিকারা মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে কর্মক্ষেত্রে খুবই শুভ ফল লাভ করবেন। প্রথম সপ্তাহে খানিক সমস্যার সম্মুখীন হওয়ার আশঙ্কা দেখা যাচ্ছে।
আরও পড়ুন:
মিথুন রাশি: ডিসেম্বরে মিথুনের কর্মক্ষেত্রে শনির অবস্থানের কারণে পূর্ণ সফলতা প্রাপ্তিতে সমস্যা হবে। মাসের প্রথম দিন থেকেই সচেতন থাকতে হবে। সহকর্মীদের সঙ্গে প্রয়োজনের বেশি কথা বলতে যাবেন না।
কর্কট রাশি: কর্কট রাশির জাতক-জাতিকারা ডিসেম্বরের প্রথম সপ্তাহে কর্মক্ষেত্রে মিশ্র ফল পাবেন, পরবর্তী সময় শুভ কাটবে।
সিংহ রাশি: ডিসেম্বরে সিংহের জাতক-জাতিকাদের কর্মক্ষেত্রে মাসের প্রথম ভাগের তুলনায় দ্বিতীয় ভাগে অধিক শুভ ফলপ্রাপ্তি ঘটবে।
আরও পড়ুন:
কন্যা রাশি: কন্যা রাশির জাতক-জাতিকারা ডিসেম্বরে কর্মক্ষেত্রে মাসের দ্বিতীয় ভাগের তুলনায় প্রথম ভাগে অধিক শুভ ফল পাবেন।
তুলা রাশি: ডিসেম্বরে তুলা রাশির ব্যক্তিরা কর্মক্ষেত্রে মাসের প্রথম সপ্তাহে শুভ ফল পেলেও, পরবর্তী সময় মিশ্র ফল পাবেন।
বৃশ্চিক রাশি: ডিসেম্বরে বৃশ্চিক রাশির ব্যক্তিদের কর্মক্ষেত্রে কেতুর অবস্থান থাকার কারণে সুফল প্রাপ্তিতে বিঘ্ন ঘটবে।
আরও পড়ুন:
ধনু রাশি: ধনু রাশির ব্যক্তিদের কর্মক্ষেত্রের সঙ্গে শনির দৃষ্টি সম্পর্ক থাকার কারণে পূর্ণ সফলতা প্রাপ্তির সম্ভাবনা কম।
মকর রাশি: ডিসেম্বরের মকর জাতক-জাতিকাদের কর্মক্ষেত্রের সঙ্গে বৃহস্পতির দৃষ্টি সম্পর্ক থাকায় মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে শুভ ফল লাভ হবে।
আরও পড়ুন:
কুম্ভ রাশি: কুম্ভ রাশির ব্যক্তিদের কর্মক্ষেত্রে ডিসেম্বরের দ্বিতীয় ভাগের তুলনায় প্রথম ভাগে অধিক শুভ ফল প্রাপ্তি হবে। তবে দ্বিতীয় ভাগ অশুভ বলা যায় না, মিশ্র ফলপ্রাপ্তির সম্ভাবনা দেখা যাচ্ছে।
মীন রাশি: ডিসেম্বরের প্রথম সপ্তাহে মীন রাশির জাতক-জাতিকারা শুভ ফল পেলেও, পরবর্তী সময় মিশ্র ফল লাভ হবে।