মহালয়ার রাতে ঘটবে খণ্ডগ্রাস সূর্যগ্রহণ। সাধারণত চন্দ্র, পৃথিবী এবং সূর্যের কৌণিক দূরত্বের তারতম্যের কারণে বিভিন্ন প্রকার সূর্যগ্রহণ দেখা যায়। পূর্ণগ্রাস, আংশিক এবং বলয়গ্রাস— এই তিন ধরনের সূর্যগ্রহণ দেখা যায়। চন্দ্র যখন নিজের কক্ষপথে সূর্য এবং পৃথিবীর মধ্যে এমন অবস্থায় অবস্থান করে যাতে সূর্যের কিছু অংশ আড়াল থাকে, তখনই হয় খণ্ডগ্রাস সূর্যগ্রহণ। রবিবার রাত ১১টায় শুরু হবে গ্রহণ। গ্রহণ মোক্ষ হবে ৩টে ২৪ মিনিটে।
আরও পড়ুন:
গ্রহণের সূতক কাল কখন?
ভারতের আকাশে যেহেতু এই গ্রহণ দৃশ্যমান নয়, তাই এ ক্ষেত্রে ভারতে কোনও সূতকও বৈধ হবে না। যদিও জ্যোতিষীরা জানাচ্ছেন, সূতক বৈধ না হলেও গ্রহণ যখন হচ্ছে তখন বিশেষ কিছু সতর্কতা মেনে চলা আবশ্যিক। এতে আমাদেরই মঙ্গল হবে।
আরও পড়ুন:
গ্রহণ চলাকালীন কোন কাজগুলি করা যাবে না?
১. গ্রহণ চলাকালীন কোনও শুভ কাজ করা যাবে না।
২. সূর্যগ্রহণের সময় কিছু না খাওয়াই ভাল। সেটা মানা সম্ভব না হলেও, এই সময় ভুলেও রান্না করা যাবে না। আগে থেকে রান্না করা খাবারে তুলসী পাতা দিয়ে রাখতে হবে।
৩. গ্রহণ চলাকালীন ছুড়ি, কাঁচি, সূচের মতো ধারালো জিনিস ব্যবহার করা উছিত নয়।
আরও পড়ুন:
৪. ভারত থেকে দেখা না গেলেও, সূর্যগ্রহণ চলাকালীন খালি চোখে আকাশের দিকে তাকানো যাবে না। এতে চোখের ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে।
৫. এই সময় দেবদেবীর মূর্তি স্পর্শ করা যাবে না। কোনও মন্দিরে প্রবেশ করা থেকেও বিরত থাকতে হবে। পুজো সংক্রান্ত কোনও কাজ গ্রহণ চলাকালীন করা উচিত নয়।