টাকার সমস্যা বড় সমস্যা। বহু মানুষই রয়েছেন যাঁরা তাঁদের উপার্জিত অর্থে সন্তুষ্ট নন। যত টাকাই আয় করুন না কেন সবই জলের মতো বেরিয়ে যায়। অথবা, যে পরিমাণ পরিশ্রম করেন তার যোগ্য টাকা পান না। যেখানে আয় করা টাকা দিয়ে সংসারই ঠিকমতো চলে না, সেখানে টাকা সঞ্চয় করা বিলাসিতা হয়ে দাঁড়ায়। কিন্তু চেষ্টা করেও উপার্জনের নতুন পথ পাওয়া যায়। সফলতার পিছনে যত ছোটা যায়, সেটা যেন ততই আমাদের থেকে দূরে চলে যায়। এমন অবস্থায় আত্মবিশ্বাস ভেঙে পড়া স্বাভাবিক। কিন্তু সহজ কিছু উপায় পালনে টাকা উপার্জনের নতুন রাস্তা পাওয়া সম্ভব। সেগুলি কী কী জেনে নিন।
আরও পড়ুন:
অর্থভাগ্য উন্নত করার টোটকা:
১. দৈনন্দিন জীবনে আমরা প্রায় সকলেই সুগন্ধি ব্যবহার করে থাকি। তবে এই সুগন্ধি ব্যবহার করেই যে আমাদের ভাগ্য বদলানো যেতে পারে সেটা অনেকেরই জানা নেই। কিন্তু যে কোনও সুগন্ধি ব্যবহার করলে হবে না। কেশরের সুগন্ধযুক্ত আতর বা সুগন্ধি বাজার থেকে কিনে আনতে হবে। প্রতি দিন স্নানের পর কানের পিছনে এটি লাগাতে হবে। কোনও বিশেষ কাজে বেরোনোর আগেও এটি লাগিয়ে বেরোতে হবে। তা হলেই ভাগ্যের উন্নতি ঘটবে। অর্থ উপার্জনের নতুন পথ পাবেন।
আরও পড়ুন:
২. লক্ষ্মীদেবী ও কুবেরের মন্ত্র পাঠ করতে হবে। আমরা প্রায় সকলেই জানি যে লক্ষ্মীদেবী ও কুবের হলেন ধনের দেবতা। নিষ্ঠাভরে এঁদের মন্ত্র পাঠের ফলে জীবনে আর্থিক সচ্ছলতা আসে। অভাব দূর হয়।
আরও পড়ুন:
৩. গরু ও পাখিদের খাবার খাওয়াতে হবে। শাস্ত্রমতে, গরুর সঙ্গে বিষ্ণুর সম্পর্ক রয়েছে। গরুকে খাবার খাওয়ানো মানে স্বয়ং বিষ্ণুর সেবা করা। তাই নিয়মিত গরু ও পাখিকে খাবার খাওয়ালেও অর্থভাগ্যের উন্নতি ঘটে।