বাড়িতে বাস্তুদোষ থাকা মানেই বাড়িতে সব সময় ঝামেলা-অশান্তি লেগেই থাকবে। বাস্তুদোষের ফলে মানুষের জীবনে নানা ধরনের সমস্যা আসতে পারে। বাড়িতে অশান্তি হওয়ার কোনও কারণ নেই, তবুও বাড়ির পরিবেশ সব সময় গরম হয়ে থাকে। জীবনে কোনও কাজই সঠিক ভাবে হয় না, আর্থিক কষ্ট লেগেই থাকে, সন্তানদের পড়াশোনার ক্ষতি ইত্যাদি নানা সমস্যায় জীবন ভরে ওঠে। বাস্তুদোষ কাটানোর উপায় যত তাড়াতাড়ি প্রয়োগ করা শুরু করবেন, ততই মঙ্গল। প্রত্যেকটি মানুষের জীবনেই শান্তি থাকাটা খুব জরুরি। কারণ মানসিক শান্তি যদি ভঙ্গ হয়, তখন কোনও কিছুই ভাল হয় না। জ্যোতিষশাস্ত্র মতে কয়েকটা টোটকা রয়েছে যেগুলি পালন করার মাধ্যমে এই ধরনের সমস্যার সমাধান করা যেতে পারে।
আরও পড়ুন:
দেখে নেব টোটকাগুলো কী কী:
১) নিজেদের বাড়ির ঈশান কোণ সব সময় পরিষ্কার রাখতে হবে। এই কোণ যদি পরিষ্কার থাকে, তা হলে সব দিক থেকে ভাল ফল পাওয়া যাবে। বাড়ির মানুষেরা মানসিক শান্তি ফিরে পাবে।
২) সকালে ঘুম থেকে উঠেই বাড়িতে যে কোনও ঠাকুরের ভজন অর্থাৎ ঠাকুরের নামগান চালিয়ে দিন। এতে বাড়ির শান্তি বজায় থাকে।
আরও পড়ুন:
৩) বাড়ির প্রত্যেকটা ঘরে এবং বাথরুমে কাচের পাত্রে কিছুটা করে নুন রেখে দিন।
৪) প্রত্যেক দিন সন্ধ্যাবেলা ঠাকুরের সামনে এবং বাড়ির সদর দরজার সামনে একটা করে প্রদীপ জ্বালুন।
৫) রান্না করার আগে সব সময় স্নান করে নিয়ে রান্নার কাজ শুরু করুন। এ ছাড়া রান্না করার আগের মুহূর্তে ‘ওম অন্নপূর্ণায় নমঃ’ মন্ত্র উচ্চারণ করে রান্না শুরু করুন।