দোল মানেই রং, আর রং মানেই আনন্দ। আমাদের দেশের প্রায় সব জায়গায়, সব মানুষেরাই দোলের দিন রং খেলায় মেতে ওঠেন। দোল প্রধানত হিন্দুদের উৎসব হলেও যে কোনও ধর্মের মানুষেরাই রঙের উৎসবে মেতে ওঠেন। উৎসবটা যখন রং নিয়ে, তখন পোশাকটাও রাশি অনুযায়ী ঠিকঠাক রঙের বেছে নিতে হবে। দোলের দিন অনেকেই সাদা পোশাক বেছে নেন, তবে সবার জন্য সাদা পোশাক শুভ নয়। জ্যোতিষীর থেকে জেনে নিন রাশি অনুযায়ী দোলের দিন কী রঙের পোশাক পরা উচিত।
আরও পড়ুন:
মেষ– মেষ রাশির জাতক-জাতিকারা লাল রঙের পোশাক পরে রং খেলতে পারেন।
বৃষ– দোলের দিন বৃষ রাশির ব্যক্তিদের কমলা বা সাদা রঙের পোশাক পরে রং খেলা উপযুক্ত হবে।
মিথুন– মিথুন রাশির জাতক-জাতিকারা সাদা রঙের পোশাক পরে রং খেলুন।
কর্কট– দোলের দিন কর্কট রাশির জাতক-জাতিকারা সবুজ রঙের পোশাক পরে রং খেলুন।
আরও পড়ুন:
সিংহ– সিংহ রাশির জাতক-জাতিকাদের জন্য হলুদ রঙের পোশাক উপযুক্ত, তবে কমলা রঙের পোশাকও পরতে পারেন।
কন্যা– দোলের দিন কন্যা রাশির জাতক-জাতিকারা সবুজ রঙের পোশাক বা বাদামি রঙের পোশাক পরে রং খেলুন।
তুলা– তুলা রাশির জাতক-জাতিকারা গোলাপি এবং হালকা নীল রঙের পোশাক ব্যবহার করতে পারেন, তবে সাদাও আপনাদের জন্য ঠিকঠাক।
বৃশ্চিক– গেরুয়া, কমলা অথবা লাল রঙের পোশাক পরে বৃশ্চিক রাশির জাতক-জাতিকারা রং খেলতে পারেন।
আরও পড়ুন:
ধনু– ধনু রাশির জাতক-জাতিকাদের হলুদ অথবা লাল রঙের পোশাক পরা শুভ হবে।
মকর– গাঢ় নীল বা যে কোনও নীল রঙের পোশাক মকর রাশির জাতক-জাতিকাদের জন্য উপযুক্ত।
কুম্ভ– কুম্ভ রাশির জাতক-জাতিকারা রং খেলার পোশাক হিসাবে নীল রং বেছে নিতে পারেন।
মীন– হালকা হলুদ বা যে কোনও হলুদ রঙের পোশাক মীন রাশির জাতক-জাতিকাদের রং খেলার জন্য উপযুক্ত।