Advertisement
২৬ এপ্রিল ২০২৪
Jamai Sasthi

Jamai Sasthi 2022: রবিবার জামাইষষ্ঠী বা অরণ্য ষষ্ঠী, রইল নির্ঘণ্ট

আদরের কন্যার সুখী দাম্পত্য জীবন কামনার উদ্দেশ্যে পালনীয় ব্রত জামাই ষষ্ঠী। জ্যৈষ্ঠ মাসের শুক্ল পক্ষের ষষ্ঠী তিথিতে ষষ্ঠী দেবীর পূজার মধ্যে দিয়ে এই ব্রত পালন করা হয়।

প্রতীকী চিত্র।

প্রতীকী চিত্র।

সুপ্রিয় মিত্র
শেষ আপডেট: ০৪ জুন ২০২২ ০৯:২৬
Share: Save:

আদরের কন্যার সুখী দাম্পত্য জীবন কামনার উদ্দেশ্যে পালনীয় ব্রত জামাই ষষ্ঠী। জ্যৈষ্ঠ মাসের শুক্ল পক্ষের ষষ্ঠী তিথিতে ষষ্ঠী দেবীর পূজার মধ্যে দিয়ে এই ব্রত পালন করা হয়। বিবাহিত মেয়ে এবং জামাইকে নিমন্ত্রণ করে আপ্যায়ন করা এই ব্রতের রীতি। মহিলারা (শাশুড়ি) তাঁদের জামাইয়ের কপালে মা ষষ্ঠীর ফোঁটা এবং হাতে হলুদ মাখানো (পূজা করা) সুতো বেঁধে মেয়ে-জামাইয়ের কল্যাণ কামনা করে থাকেন। এই ব্রতের মধ্যে দিয়ে এক দিকে যেমন পালন করা হয় হিন্দু সংস্কার, অন্য দিকে সামাজিকতাও পালন করা হয়। এক দিকে যেমন মা ষষ্ঠীর পূজা দিয়ে সন্তানের সুখ কামনা করা হয়, তেমনই অন্য দিকে জামাইকে আদর-আপ্যায়ন এবং উপহার প্রদানের মাধ্যমে শ্বশুরবাড়িতে মেয়ের গুরুত্ব বৃদ্ধি করা হয়। জামাইয়ের হাতে হলুদ সুতো বেঁধে জামাইয়ের ঐশ্বর্য এবং মান, যশ বৃদ্ধি কামনা করা হয়। আগামী ৫ জুন, বাংলার ২১ জ্যৈষ্ঠ, রবিবার জামাই ষষ্ঠী।

বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে –

ষষ্ঠী তিথি আরম্ভ –

বঙ্গাব্দ– ২০ জ্যৈষ্ঠ, শনিবার।

খ্রিস্টাব্দ– ৪ জুন, শনিবার।

সময়– রাত্রি ৪টে ৫৪ মিনিট।

ষষ্ঠী তিথি শেষ –

বঙ্গাব্দ– ২২ জ্যৈষ্ঠ, সোমবার।

খ্রিস্টাব্দ– ৬ জুন, সোমবার।

সময়– সকাল ৬টা ৪০ মিনিট।

গুপ্তপ্রেস পঞ্জিকা মতে -

ষষ্ঠী তিথি আরম্ভ–

বঙ্গাব্দ– ২০ জ্যৈষ্ঠ, শনিবার।

খ্রিস্টাব্দ– ৪ জুন, শনিবার।

সম– রাত্রি ১টা ৬ মিনিট ১৭ সেকেন্ড।

ষষ্ঠী তিথি শেষ–

বঙ্গাব্দ– ২১ জ্যৈষ্ঠ, রবিবার।

খ্রিস্টাব্দ– ৫ জুন, রবিবার।

সময়– রাত্রি ২টো ২২ মিনিট ৩১ সেকেন্ড।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Jamai Sasthi Bengali Festival
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE