Advertisement
০১ অক্টোবর ২০২২
Janmastami

Janmasthami 2022: এ বছর জন্মাষ্টমীর তিথি কখন আরম্ভ হবে? শেষ কখন?

ভাদ্র মাসের কৃষ্ণ অষ্টমী তিথি হিন্দুদের কাছে পুণ্য জন্মাষ্টমী। আগামী ২ ভাদ্র, ১৯ আগস্ট, শুক্রবার শ্রী শ্রী কৃষ্ণের জন্মতিথি পূর্ণ জন্মাষ্টমী।

ভগবান শ্রীকৃষ্ণই শ্রীবিষ্ণুর পূর্ণ অবতার।

ভগবান শ্রীকৃষ্ণই শ্রীবিষ্ণুর পূর্ণ অবতার। ছবি- সংগৃহীত

সুপ্রিয় মিত্র
কলকাতা শেষ আপডেট: ১৬ অগস্ট ২০২২ ০৯:২২
Share: Save:

যখনই ধর্মের অধঃপতন এবং অধর্মের অভুথান হয়, তখনই স্থিতিদেব শ্রীবিষ্ণু সাধুদের পরিত্রাণ, দুষ্কৃতকারীদের বিনাশ এবং ধর্ম সংস্থাপনের জন্য যুগে যুগে ধরাধামে অবতীর্ণ হন। দ্বাপরে রাজা কংসের অত্যাচারে যখন সকলে ভীত-সন্ত্রস্ত, তখনই দুষ্কৃতকারীদের বিনাশ এবং ধর্ম সংস্থাপনের জন্য ভগবান বিষ্ণু অষ্টম অবতার রূপে মথুরায় যাদব বংশে দেবকী এবং বাসুদেবের সন্তান রূপে ধরাধামে অবতীর্ণ হন। ভগবান শ্রীকৃষ্ণই শ্রীবিষ্ণুর পূর্ণ অবতার। ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে ভগবান শ্রীকৃষ্ণ ধরাধামে অবতীর্ণ হন। এই কারণে ভাদ্র মাসের কৃষ্ণ অষ্টমী তিথি হিন্দুদের কাছে পুণ্য জন্মাষ্টমী। আগামী ২ ভাদ্র, ১৯ আগস্ট, শুক্রবার শ্রী শ্রী কৃষ্ণের জন্মতিথি পূর্ণ জন্মাষ্টমী।

বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে

অষ্টমী তিথি আরম্ভ

বাংলার – ১ ভাদ্র, বৃহস্পতিবার।

ইংরেজির – ১৮ আগস্ট, বৃহস্পতিবার।

সময় – রাত্রি ৯টা ২৩ মিনিট।

অষ্টমী তিথি শেষ

বাংলার – ২ ভাদ্র, শুক্রবার।

ইংরেজি – ১৯ আগস্ট, শুক্রবার।

সময় – রাত ১১টা।

গুপ্তপ্রেস পঞ্জিকা অনুসারে—

অষ্টমী তিথি আরম্ভ

বাংলার – ১ ভাদ্র, বৃহস্পতিবার।

ইংরেজি – ১৮ আগস্ট, বৃহস্পতিবার।

সময় – রাতত ১২টা ৩০ মিনিট ১৫ সেকেন্ড।

অষ্টমী তিথি শেষ

বাংলার – ২ ভাদ্র, শুক্রবার।

ইংরেজির – ১৯ আগস্ট, শুক্রবার।

সময় – রাত ১টা ২১ মিনিট ৪২ সেকেন্ড।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE
Popup Close
Something isn't right! Please refresh.