বিবাহিত জীবন
জ্যৈষ্ঠ মাসের জাতক খুব তাড়াতাড়ি প্রেমে লিপ্ত হন। খুব সহজ ভাবেই প্রেম তাঁদের জীবনে চলে আসে। তবে প্রেমের ব্যাপারে সতর্ক না থাকতে পারলে জীবনে অনেক বার ঠকতে হতে পারে। এঁরা প্রেম করে জীবনে বার বার অনুতপ্ত হতে পারেন। বিচক্ষণতার দ্বারা প্রেম বিবাহের কথা ভাবতে হবে। আপনার বিবাহের ক্ষেত্রে আশ্বিন, অগ্রহায়ন ও মাঘ মাসের জাতক বা জাতিকার বিবাহ খুব সুখের হবে।
কিন্তু যদি কার্তিক বা পৌষ মাসে জন্মানো ব্যক্তির সঙ্গে বিয়ে হয়, তবে খুব একটা ভাল বিবাহিত জীবন হবে না। এর ফলে বিবাহিত জীবনে ভীষণ ভাবে দাম্পত্য কলহ লেগে থাকবে।
শরীর স্বাস্থ্য
এই মাসে জন্ম হলে হার্টের সমস্যা দেখা দেয়। যদি কোনও বিষয়ে অতিরিক্ত দুশ্চিন্তা করতে হয়, তা হলে ভীষণ ভাবে শারীরিক দিক থেকে ভেঙে পড়ে। এ ছাড়া চোখ ও মুত্রাশয় নিয়ে নানাবিদ সমস্যা দেখা যাবে।
আরও পড়ুন: জ্যৈষ্ঠ মাসে জন্মানো ব্যক্তির চারিত্রিক বৈশিষ্ট্য কেমন হয়
ভাগ্য
এই মাসের জাতকের মা হবেন খুব শৃঙ্খলাপরায়ণ এবং বাবা হবেন খুব ধার্মিক ও নিষ্ঠাবান প্রকৃতির। তাই এই মাসে জন্মানো ব্যক্তিরাও এই সকল গুণের অধিকারী হন।
নানা বিষয়ে শিক্ষার দিকে আপনি ভীষণ ভাবে পারদর্শী হবেন। বিদেশে গিয়ে পড়াশোনা করার সুযোগ আসবে এবং তাতে যথেষ্ট সুনাম অর্জন করতে পারবেন। ৩৫ থেকে ৪০ বছর বয়সের মধ্যে জীবনে বড় সাফল্য আসে। চাকরির থেকে ব্যবসায় বেশি উন্নতি করতে পারবেন। তবে অংশীদারী ব্যবসা না করাই শ্রেয়। তাতে প্রবল ক্ষতির আশঙ্কা রয়েছে। জলের সঙ্গে যুক্ত ব্যবসা বা ঘর বাড়ি তৈরির কাজে প্রবল উন্নতি।
শুভ বছর: ১৪, ২৪, ৩৩, ৩৫ ও ৪০।
শুভ রং: সবুজ ও নীল। অশুভ রং: লাল।
শুভ নম্বর: ২ এবং ৬।
শুভ রত্ন: হীরা, পান্না।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy