৬ অক্টোবর, সোমবার কোজাগরী পূর্ণিমা। এই দিন প্রায় সকল বাঙালি হিন্দু বাড়িতেই আড়ম্বরের সঙ্গে দেবী লক্ষ্মীর আরাধনা করা হয়। অন্য দিকে সোমবার হল মহাদেবের জন্মবার। সোমবার কোজাগরী পূর্ণিমা পড়ায় মা লক্ষ্মীর সঙ্গে ভোলেবাবার আরাধনা করতে পারলেও খুব ভাল হয়। বাবা অল্পেতেই তুষ্ট হন। তাঁকে খুশি করার জন্য বিশেষ কিছু করার দরকার নেই। সাধারণ কয়েকটি জিনিস এই দিন শিবলিঙ্গে অর্পণ করলেই ভাগ্যের ভোল বদলানো সম্ভব হয়ে উঠবে।
আরও পড়ুন:
কোজাগরী পূর্ণিমার দিন শিবলিঙ্গে কী কী নিবেদন করবেন?
- সমাজে সম্মান বৃদ্ধি করতে এই দিন সকালে ঘুম থেকে উঠে স্নান করে নিন। তার পর জল দিয়ে শিবের অভিষেক করুন। এর পর তাতে কেশর নিবেদন করে মহাদেবের মন্ত্র জপ করুন। কর্মক্ষেত্র থেকে শুরু করে যে কোনও ক্ষেত্রে সকলে আপনাকে মান্য করে চলবেন।
- আর্থিক সমস্যা দূর করতে কোজাগরী পূর্ণিমার দিন শিবলিঙ্গে আখের রস অর্পণ করুন। অর্থকষ্ট থেকে রেহাই পাবেন।
আরও পড়ুন:
- কোজাগরী পূর্ণিমার দিন শিবলিঙ্গে বেলপাতা নিবেদন করলে জীবনে সুখশান্তি আসবে। বেলপাতা নিবেদনের সঙ্গে ভগবান শিবের নাম জপ করতে হবে। অযাচিত সমস্যার কবল থেকে মুক্তি মিলবে।
- যে কোনও কাজে সাফল্য পেতে এই দিন দুধ, দই ও মধু মিশিয়ে শিবলিঙ্গে অর্পণ করুন। এর সঙ্গে শিবের মন্ত্র জপ করুন। খুব ভাল ফল পাবেন। যে কাজে হাত দেবেন, সেই কাজেই সফল হবেন।