Advertisement
২০ এপ্রিল ২০২৪

জীবনে কোন কোন সমস্যার ক্ষেত্রে কোন কোন গ্রহের প্রতিকার প্রয়োজন

আমাদের জীবনে যে নয়টি গ্রহ রয়েছে সেই নয়টি গ্রহ বলতে গেলে প্রায় নয় রকমের প্রভাব আমাদের জীবনে ফেলে। এখন দেখে নেওয়া যাক এক একটি গ্রহের প্রতিকারের কী কী ফল পাওয়া যায়।

গ্রাফিক: তিয়াষা দাস

গ্রাফিক: তিয়াষা দাস

পার্থপ্রতিম আচার্য
শেষ আপডেট: ৩১ ডিসেম্বর ২০১৮ ০০:০০
Share: Save:

আমাদের জীবনে যে নয়টি গ্রহ রয়েছে সেই নয়টি গ্রহ বলতে গেলে প্রায় নয় রকমের প্রভাব আমাদের জীবনে ফেলে। এখন দেখে নেওয়া যাক এক একটি গ্রহের প্রতিকারের কী কী ফল পাওয়া যায়।

১। রবি- রবি আমাদের মান, সম্মান ও যশের কারক গ্রহ। সেই জন্য যারা জীবনে উক্ত জিনিসগুলি পেতে চান তারা রবির প্রতিকার করুন।

২। চন্দ্র- যারা নিজেদের চিন্তাশক্তি, মানসিক একাগ্রতা বৃদ্ধি করতে চান তারা চন্দ্রের প্রতিকার করুন।

৩। বুধ- যারা মানুষের মধ্যে মিশে যেতে চান এবং সবার সঙ্গে যোগাযোগ স্থাপন করতে চান তারা বুধের প্রতিকার করুন।

৪। বৃহস্পতি- যারা চান জীবনে সাধারণ ভাবে খেয়ে পড়ে বাঁচতে এবং বিপদের হাত থেকে রক্ষা পেতে তারা বৃহস্পতির প্রতিকার করুন। বিপদের হাত থেকে রক্ষা পাবেন।

৫। মঙ্গল- যারা আত্মবিশ্বাসের অভাব বোধ করছেন তারা মঙ্গলের প্রতিকার করুন।

৬। শুক্র- যারা অন্যের কাছে নিজেকে আকর্ষণীয় করে তুলতে চান ও নিজের শারীরিক সৌন্দর্য বাড়াতে চান তারা শুক্রের প্রতিকার করুন।

আরও পড়ুন: ঘরের দিক অনুযায়ী ছবি বা মূর্তি রাখার স্থান সম্পর্কে জেনে নিন

৭। শনি- যাদের জীবনে ধৈর্যের খুব অভাব তারা শনির প্রতিকার করুন।

৮। রাহু- যারা জীবনে আকস্মিক প্রাপ্তি, বেড়ানো-সহ সর্বতোভাবে জীবনকে উপভোগ করতে চান তারা রাহুর প্রতিকার করুন।

৯। কেতু- যারা জীবনের গোপন রহস্য উন্মোচন করতে চান তারা কেতুর প্রতিকার করুন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

planet Life Rashi
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE