Advertisement
E-Paper

জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহে গতি পাল্টাচ্ছে শনি, বক্রগতি প্রাপ্ত হয়ে কি আরও মারাত্মক হয়ে উঠবে? কোন রাশি ভুগতে পারে?

জ্যোতিষশাস্ত্রের হিসাবে, রবির থেকে কমবেশি দশম বা নবম স্থান থেকে পঞ্চম স্থানে শনির অবস্থানকালে বক্রগতি প্রাপ্ত হয়। সামনেই গতি পাল্টে বক্রগতি প্রাপ্ত হবে শনি।

সুপ্রিয় মিত্র

শেষ আপডেট: ০৫ জুলাই ২০২৫ ০৭:২৭
saturn

—প্রতীকী ছবি।

আগামী ১৩ জুলাই শনি গতি পরিবর্তন করে বক্রগতি প্রাপ্ত হবে। যখনই কোনও গ্রহ গতি পরিবর্তন করে, তখনই সাধারণ মানুষের মনে নানা প্রশ্নের উদয় হয়। আর সেই গ্রহ যদি শনি হয়, তা হলে মনের গহীনে একটা শঙ্কাও কাজ করে। এখন প্রশ্নটা হচ্ছে বক্রগতি কী? এর ফলে কী হয়? অনেকেই আবার ভাবতে পারেন যে গ্রহেরা কি সত্যিই গতি পাল্টায়? জ্যোর্তিবিদ্যায় বা জ্যোতিষশাস্ত্রে এর গুরুত্বই বা কী?

জ্যোতির্বিদ্যা অনুসারে, সূর্য এবং শনি গ্রহের কৌণিক দূরত্ব ১১৫ ডিগ্রি থেকে ২৪৫ ডিগ্রির মধ্যে অবস্থানকালে শনি গ্রহকে পৃথিবীর সাপেক্ষে বক্রগতি প্রাপ্ত বলে মনে করা হয়। গ্রহ কখনওই গতি পাল্টায় না। জ্যোর্তিবিদ্যা এবং জ্যোতিষশাস্ত্রের অধিকাংশ হিসাব করা হয় পৃথিবীর সাপেক্ষে। কক্ষপথে ঘূর্ণনকালে পৃথিবী থেকে নির্দিষ্ট গ্রহের কৌণিক দূরত্বের পার্থক্যের সঙ্গে সাধারণ (সরণ) দূরত্বেরও পার্থক্য হয়। পৃথিবীর বহির্ভাগের গ্রহ যখন পৃথিবীর কাছাকাছি আসে তখন নির্দিষ্ট গ্রহকে বক্রগতি প্রাপ্ত বলে মনে হয়।

জ্যোতিষশাস্ত্রের হিসাবে, রবির থেকে কমবেশি দশম বা নবম স্থান থেকে পঞ্চম স্থানে শনির অবস্থানকালে বক্রগতি প্রাপ্ত হয়। এ ক্ষেত্রে অবস্থান, অর্থাৎ ডিগ্রি বিশেষ গুরুত্বপূর্ণ।

গ্রহ বক্রগতি প্রাপ্ত হলে গ্রহের শক্তি বৃদ্ধি পায়। পৃথিবীর কাছাকাছি অবস্থান এবং শক্তিবৃদ্ধির কারণে ফলদানের ক্ষমতাও বৃদ্ধি পায়। গ্রহেরা শুভ বা অশুভ, উভয় ফলই তুলনামূলক বেশি দান করে। এই বিষয়ে বিভিন্ন গ্রন্থে ভিন্ন ভিন্ন মতামত থাকলেও, একটি বিষয়ে সকল গ্রন্থ একমত। সেটি হল, কোনও গ্রহ তার বক্রগতির কালে অন্যান্য সময়ের তুলনায় বেশি ফল দান করে। শাস্ত্রমতে, গ্রহদের দুই ভাগে ভাগ করা হয়। নৈসর্গিক শুভ গ্রহ এবং অশুভ গ্রহ। বক্রগতিতে নৈসর্গিক শুভ গ্রহ অধিক শুভ ফল দান করে এবং অশুভ গ্রহের অশুভ ফল দানের ক্ষমতা বৃদ্ধি পায়। শাস্ত্রমতে, শনি হল অশুভ গ্রহ। শুভ গ্রহ দৈবিক, দৈহিক এবং ভৌতিক, সকল ক্ষেত্রে শুভ ফল দান করলেও অশুভ গ্রহ ভৌতিক বিষয়েই ফল দান বেশি করে।

শনি আগামী ১৩ জুলাই ২০২৫, ভারতীয় সময় সকাল ৯টা ৩০ মিনিটে বক্রগতি প্রাপ্ত হবে। আগামী ২৮ নভেম্বর ২০২৫, সকাল ৯টা ১৫ মিনিট পর্যন্ত শনি বক্রগতিতে অবস্থান করবে।

শনি মীন রাশিতে ৭ ডিগ্রি ৪৩ মিনিট থেকে ০ ডিগ্রি ৫৬ মিনিট পর্যন্ত বক্রগতি কালে পশ্চাৎগামী হবে এবং উত্তরভাদ্রপদ এবং পূর্বভাদ্রপদ নক্ষত্রের সঙ্গে সম্পর্ক স্থাপন করবে। বক্রগতি প্রাপ্ত হওয়ার কারণে পূর্ববর্তী রাশি, অর্থাৎ কুম্ভ রাশিতেও ফল দান করবে।

Saturn Transit Saturn Effect Shani Gochar Astrology Astrological Prediction
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy