Advertisement
১৭ এপ্রিল ২০২৪

চাকরি হাতছাড়া হয়ে যাওয়ার টেনশন? সহজ কয়েকটি পন্থার মাধ্যমে চাকরি জীবন বদলে নিন

চাকরি নিয়ে সমস্যা এলে, অনেকে অবসাদের দিকে চলে যান। জীবনে প্রতিষ্ঠালাভ ও সুখের জন্য চাকরির বিশেষ প্রয়োজন। আর এই চাকরি নিয়ে যখন সমস্যার সৃষ্টি হয়, তখন মানুষ প্রবল দুশ্চিন্তার শিকার হন। চাকরি টিকিয়ে রাখার জন্য মানুষ কত রকম চেষ্টা করে থাকেন।

শ্রীমতী অপালা
শেষ আপডেট: ২১ নভেম্বর ২০১৯ ০০:০৫
Share: Save:

চাকরি নিয়ে সমস্যা এলে, অনেকে অবসাদের দিকে চলে যান। জীবনে প্রতিষ্ঠালাভ ও সুখের জন্য চাকরির বিশেষ প্রয়োজন। আর এই চাকরি নিয়ে যখন সমস্যার সৃষ্টি হয়, তখন মানুষ প্রবল দুশ্চিন্তার শিকার হন। চাকরি টিকিয়ে রাখার জন্য মানুষ কত রকম চেষ্টা করে থাকেন। সহজ কিছু বাস্তু টিপস কী ভাবে চাকরি নিয়ে সমস্যার সমাধান করতে পারে দেখে নেওয়া যাক।

কাজের জায়গায় কী ভাবে বসতে হবে

কাজ করার সময় কোনও মতেই পা ‘ক্রস’ করে বসতে নেই। পা ঠিক ভাবে রেখে কাজ না করলে নানা দিকে সমস্যার সৃষ্টি হতে পারে।

অফিসে দরজার মুখ

যে দরজা দিয়ে অফিসে প্রবেশ ঢোকা হয়, সে দিকে মুখ করে কাজ করতে বসলেও কাজের ক্ষেত্রে সমস্যা আসতে পারে।

আরও পড়ুন: নবগ্রহ শান্ত রাখার সহজ কিছু উপায়

ইলেকট্রনিক জিনিস কোন দিকে রাখতে হবে

কাজের জায়গায় ইলেকট্রনিক সামগ্রী রাখতে হবে দক্ষিণ-পূর্ব দিকে। এই দিকে না রাখলে সমস্যা হতে পারে।

উত্তর-পশ্চিমে মূর্তি

অফিসে যেখানে কাজ করতে বসা হয় তার উত্তর-পশ্চিম দিকে যে কোনও মূর্তি রাখতে হবে। দেবতার হোক বা অন্য কোনও মূর্তি।

জলের ব্যবস্থা

যেখানে কাজ করতে বসা হয়, তার উত্তর দিকে কোনও পাত্রে জল রাখার ব্যবস্থা করতে হলে অনেকটা মানসিক শান্তি পাওয়া যা। মনকে ঠান্ডা রাখতেও এটা সাহায্য করে।

অবশ্যই মনে রাখতে হবে কাজের জায়গায় যেন কোনও ভাবে মাকড়সার জাল না থাকে। কাজের জায়গা সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Profession Vastu Shastra
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE