অর্থ কথাটা শুনলেই মনে হয় জীবনের বেশ খানিকটা অংশ এর সঙ্গে জুড়ে রয়েছে। বর্তমান পরিস্থিতিতে অর্থ ছাড়া বাঁচার লড়াই করাটা খুব কঠিন। হাতে অর্থ থাকলেই জীবনে সুখ-শান্তি ভরে থাকে। ভবিষ্যতের জন্য অর্থ সঞ্চয় করাটা খুবই জরুরি, তবে এরই মধ্যে অনেকে আছেন যাঁরা অর্থ সঞ্চয় করতে গিয়ে খুব বেশি কৃপণতা করে ফেলেন। এঁরা জরুরি জিনিসপত্র কেনার সময়ও খুব বেশি চিন্তাভাবনা করে তবেই সেই জিনিস কেনেন। এই ধরনের মানুষের হাত থেকে টাকা বার করা খুব কঠিন হয়।
আরও পড়ুন:
দেখে নেব কোন কোন রাশির জাতকেরা খুব কৃপণ হয়:
মেষ: মেষ রাশির জাতক-জাতিকারা খুবই পরিশ্রমী এবং সঞ্চয়ী প্রকৃতির হন। এঁরা অযথা টাকা খরচ করেন না বললেই চলে। কোনও কিছু কেনার আগে এই রাশির ব্যক্তিরা হাজার বার ভাবেন। এক কথায় এঁরা খুবই কৃপণ প্রকৃতির হন।
কর্কট: কৃপণতায় কর্কট রাশির জুড়ি মেলা ভার। এঁদের হাত থেকে টাকা বার করা খুব একটা সহজ ব্যাপার নয়। এঁরা সঞ্চয় করতে খুব পছন্দ করেন। কিছু কেনার আগে এই রাশির ব্যক্তিরা প্রচুর ভাবনাচিন্তা করে তবেই সিদ্ধান্ত নেন।
আরও পড়ুন:
কন্যা: সাধারণ জীবন যাপন করতে পছন্দ করেন কন্যা রাশির জাতক-জাতিকারা। সেই কারণে অধিক অর্থ খরচ করাটা এঁদের পছন্দের বিষয় নয়। সঞ্চয় করতে গিয়ে এঁরা একটু বেশিই কৃপণতা করে ফেলেন। অর্থের বিষয়ে এঁরা খুবই সজাগ।
মকর: খুব পরিশ্রমী হন মকর রাশির জাতকরা। অর্থ উপার্জনের জন্য এঁরা যা কিছু করতে পারেন। সঞ্চয় করতেও এঁরা খুব পটু হন। তবে খরচের সময় এই রাশির ব্যক্তিরা খুব বেশি চিন্তাভাবনা করে খরচ করেন।
আরও পড়ুন:
বৃশ্চিক: বৃশ্চিক রাশির জাতক-জাতিকারা খরচের সময় গভীর চিন্তাভাবনা করে থাকেন। লোকদেখানো বিষয়টা এঁদের একেবারেই পছন্দের নয়, তাই বেশি টাকা খরচ করাটাও পছন্দের নয়।