আমাদের আশপাশে নানা প্রকৃতির মানুষজন রয়েছেন। কেউ খেতে ভালবাসেন, কেউ ঘুমোতে ভালবাসেন, কেউ আবার কাজের মধ্যেই সুখ খুঁজে পান। তেমনই এক প্রকৃতির মানুষ রয়েছেন যাঁরা অলসতার দুনিয়ায় দিন যাপন করতে পছন্দ করেন। অলস মানেই যে তাঁরা সারা দিন ঘুমোন, তা নয়। উপরন্তু এঁরা সব কাজ জমিয়ে রাখতে, হেলেদুলে দিন কাটাতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন। কোনও কাজ যতই দরকারি হোক না কেন, এঁরা আগে অলসতার সাগরে ভাসেন, তার পর মন চাইলে সেই কাজে হাত দেন। এই স্বভাবের জন্য বন্ধুমহলে, কর্মক্ষেত্রে তাঁদের অনেক কথাও শুনতে হয়। কিন্তু তা-ও স্বভাবে কোনও পরিবর্তন আসে না।
আরও পড়ুন:
কোন রাশির ব্যক্তিরা অলস হন?
বৃষ: সময়ের কাজ সময়ে করতে বৃষ রাশির জাতক-জাতিকারা মোটেই পছন্দ করেন না। বরং কাজটিকে জমিয়ে রেখে, লোকের দুটো কথা শুনে, একদম শেষ মুহূর্তে উক্ত কাজ নিয়ে মাথা ঘামাতে পছন্দ করেন এঁরা। সেই কারণে এঁদের বহু বার ব্যর্থতার শিকারও হতে হয়। কিন্তু তাতে এঁদের কিছু যায়-আসে না। এই রাশির ব্যক্তিরা সানন্দে সেই ব্যর্থতার সঙ্গে গলা মিলিয়ে নেন। দুলকি চালে চলতেই বেশি পছন্দ করেন বৃষ রাশির জাতক-জাতিকারা।
আরও পড়ুন:
কন্যা: কন্যা রাশির জাতক-জাতিকারা এমনিতে সব কাজ নিখুঁত ভাবে করার ব্যাপারে বিশ্বাসী। কিন্তু এঁদের সময়ের জ্ঞান অত্যন্ত কম। কোন কাজ কখন করা উচিত সেটা এঁরা বোঝেন না। হেলেদুলে কাজ করতেই বেশি পছন্দ করেন এঁরা। ফলত কর্মক্ষেত্রে এঁদের নানা সমস্যার সম্মুখীন হতে হয়। বসের বকুনি খেয়েই এঁদের দিন কেটে যায়। কিন্তু তা সত্ত্বেও এঁদের স্বভাবে বিশেষ পরিবর্তন পরিলক্ষিত হয় না।
ধনু: কাজ করার বদলে সেটিকে নিয়ে ভাবতে বেশি পছন্দ করেন ধনু রাশির জাতক-জাতিকারা। ফলে এঁদের যে কোনও কাজে বেশি ভুলও হয়। ভাবনার পিছনেই এঁদের এত বেশি সময় কেটে যায় যে নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করে উঠতে পারেন না এঁরা। এই রাশির ব্যক্তিরা কাজ নিয়ে গড়িমসি করার ব্যাপারেও অন্যদের থেকে এগিয়ে। সময়ের কাজ সময়ে না করে সেটিকে পরে করব ভেবে রেখে দেন এঁরা। সেই কারণে সমস্যায়ও পড়েন।
আরও পড়ুন:
মীন: নিজের খেয়ালের দুনিয়ায় থাকার বিষয়ে মীন রাশির জাতক-জাতিকারা বিখ্যাত। বেশির ভাগ ক্ষেত্রে এঁদের কাজের প্রতি অনীহা দেখা দেয়। কাজ করার সময় এঁরা সহজেই উৎসাহ হারিয়ে ফেলেন। উদ্যম নিয়ে কোনও কাজ শেষ করার ব্যাপারে এঁরা পিছিয়ে রয়েছেন। সেই কারণে বেশির ভাগ সময়ই এঁরা সময়ের কাজ সময়ে শেষ করতে পারেন না। সেই কারণে মীন রাশিকে কর্মক্ষেত্রে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়।