আগামি ১৭ই অগস্ট সূর্য রাশি পরিবর্তন করবে। রবি কর্কট থেকে সিংহে গমন করবে। এর ফলে রবি ও রাহুর মধ্যে সংযোগ স্থাপিত হবে। রবিকে কর্মক্ষেত্র, পিতার সঙ্গে সম্পর্ক এবং শারীরিক নানা অঙ্গের সুস্থতার কারক গ্রহ বলে মনে করা হয়। রাহুর সঙ্গে সংযোগ স্থাপন করার ফলে এই সকল জিনিসের উপর প্রভাব পড়বে। সেই প্রভাব কারোর জন্য ভাল হলেও, তিনটি রাশির জন্য সেই প্রভাব মোটেও সুখকর হবে না। সেই তালিকায় কারা রয়েছেন দেখে নিন।
আরও পড়ুন:
কন্যা: কন্যা রাশির জীবনে নানা অশুভ পরিবর্তন পরিলক্ষিত হতে পারে বলে মনে করা হচ্ছে। বাবার শরীরে সমস্যা দেখা দিতে পারে, স্বাস্থ্যের খেয়াল রাখুন। তারই সঙ্গে কন্যা রাশির জাতক-জাতিকাদেরও শরীরের হাল বেহাল হতে পারে বলে মনে করা হচ্ছে। কাজের চাপ বাড়তে পারে। কপালে অযথা বসের বকুনি জুটবে।
বৃশ্চিক: রাশিচক্রের আট নম্বর রাশি বৃশ্চিকের জন্যও এই সময়কাল ভাল কাটবে না। কর্মক্ষেত্রে ঊর্ধ্বতনেরা আপনাদের অযথা হয়রান করতে পারে। একই সঙ্গে রোগব্যাধি পিছু ছাড়তে চাইবে না। কাজের জায়গায় নানা অযাচিত বদলের সম্মুখীন হতে হবে। সেই চাপ আপনার মাথার উপরও পড়বে, ফলত শরীরের হাল আরও খারাপ হতে পারে বলে মনে করা হচ্ছে। বাবার সঙ্গে সম্পর্কের অবনতি হতে পারে।
মকর: মকর রাশির জাতক-জাতিকাদের এই সময় অত্যন্ত সচেতন থাকতে হবে। বিশেষ করে কর্মক্ষেত্রে। মিথ্যা অভিযোগের ভাগীদার হতে পারেন, ফলত পদোন্নতি আটকে যাবে। চাকরি নিয়েও টানাটানি হতে পারে বলে মনে করা হচ্ছে। সংসারে মন বসবে না। বাবার সঙ্গে ছোটখাটো বিষয় নিয়ে ঝামেলা লেগেই থাকবে। জ্বরজারির কবলে পড়তে হতে পারে।