নিজের জন্য সঠিক মানুষ খুঁজে পাওয়া সহজ ব্যাপার নয়। অনেকে সেটি অতি সহজেই পেয়ে যান, তবে অনেকে প্রচুর কাঠখড় পুড়িয়েও পান না। ভুল মানুষের পিছনে সময় দিতে কেউই চান না। কিন্তু এমন অনেক সময়ই হয় যখন ভুল মানুষটাকেই আপন মনে হয়। সেই ভাবনার উপর ভিত্তি করে আমরা জীবনের অনেকটা সময় তাঁদের সঙ্গে কাটিয়ে দিই। তার পর সম্পর্ক যখন আর চলার পর্যায় থাকে না তখন এসে বুঝতে পারি যে গোড়াতে মানুষটাকেই আমরা ভুল বেছেছি। অনেকে সেই অবস্থা থেকে বেরিয়ে এসে আবার নতুন করে জীবন শুরু করলেও, অনেকে সেটা করতে পারেন না। শাস্ত্রমতে, পাঁচ রাশি রয়েছে যাঁরা রাশিগত বৈশিষ্ট্যের দিক দিয়ে ভালবাসায় খুব কমই সফলতা পান। ভালবাসার ক্ষেত্রে তাঁদের ভাগ্যই তাঁদের সঙ্গ দেয় না। দেখে নিন কোন কোন রাশি সেই তালিকায় রয়েছে।
আরও পড়ুন:
ভালবেসে কারা সুখী হতে পারেন না?
মিথুন: মিথুন রাশির জাতক-জাতিকারা স্বাধীনচেতা প্রকৃতির হন। তাঁরা নিজেদের মতো থাকতেই বেশি পছন্দ করেন। এই কারণে ভালবাসার মানুষটি অনেক সময় তাঁদের ভুল বুঝে থাকেন। দীর্ঘমেয়াদি সম্পর্ক চালানো মুশকিলের হয়ে যায়। এ ছাড়াও এই রাশির মানুষেরা একটু কথার থেকে কাজে বেশি বিশ্বাসী হন। তাই এঁদের প্রত্যাশার সঙ্গে পেরে ওঠা অনেক সময় কঠিন হয়ে পড়ে। ফলত শেষে গিয়ে মিথুন রাশিকেই কষ্ট পেতে হয়।
আরও পড়ুন:
ধনু: অনেক ভালবাসা দিলেও সেই সম-পরিমাণ ভালবাসা ফেরত পাওয়া ধনু রাশির ভাগ্যে নেই। ধনু রাশির সঙ্গীরা প্রায়শই তাঁদের ভুল বোঝেন। এঁরা একটু চাপা স্বভাবের হন। ফলত মনের কথা সম্পূর্ণ রূপে প্রকাশ করতে একটু কুণ্ঠিত বোধ করেন। সেই কারণে সম্পর্কে নানা ভুল বোঝাবুঝির মধ্যে তাঁদেরকে পড়তে হয়। এর জন্য ভালবাসা টিকিয়ে রাখতেও তাঁদের যথেষ্ট বেগ পেতে হয়।
আরও পড়ুন:
কুম্ভ: কুম্ভ রাশির জাতক-জাতিকারা একটু একাচোরা প্রকৃতির হন। তাঁরা নিজের মতো চলতে ভালবাসেন। তাঁদের এই স্বভাব সম্পর্কে ছেদ সৃষ্টির কারণ হয়ে দাঁড়ায়। এঁদের তীক্ষ্ণ বুদ্ধির কারণে বিপরীত লিঙ্গের মানুষেরা কুম্ভ রাশির জাতক-জাতিকাদের প্রতি আকৃষ্ট হলেও, সেই সম্পর্ক টিকিয়ে রাখা চাপের হয়ে যায়। কিন্তু একা থাকতে ভালবাসলেও সম্পর্কের প্রতি এঁরা খুবই যত্নশীল হন। তাতেও লাভের লাভ হয় না।
আরও পড়ুন:
মীন: মীন রশির ব্যক্তিরা অত্যন্ত সংবেদনশীল ও সহানুভূতিশীল প্রকৃতির হন। এর ফলে যে কোনও ছোট ছোট কথায় এঁরা রাগ করে বসেন। এই কারণে সম্পর্কে থাকা বিপরীত মানুষটি ভুল বুঝে চলে যান। কিন্তু মীন রাশির ব্যক্তিরা সম্পর্কের জন্য আত্মদান করতে পিছপা হন না। তাঁরা ভালবাসার মানুষটির জন্য অনেক কিছুই করতে পারেন, তবে তাঁদের সঙ্গীরা অত কিছু করতে রাজি হন না।