জ্যোতিষশাস্ত্রে গ্রহরত্নের বিশেষ গুরুত্ব রয়েছে। সমস্যা থেকে মুক্তি পেতে আজকাল আমরা নানা রত্ন ধারণ করে থাকি। সেগুলির মধ্যেই একটি হল পান্না। তবে ফ্যাশনের ক্ষেত্রেও পিছিয়ে নেই পান্না। বহু বলিউড তারকাকেও তাঁদের বিয়ের সজ্জায় পান্না বসানো নেকলেস পরতে দেখা গিয়েছে। কিন্তু অন্যান্য রত্নের মতোই পান্নাও সকলের ভাগ্যে সহ্য হয় না। বেশ কিছু রাশি রয়েছে যারা পান্না পরলে ভালর বদলে খারাপই হয়। পান্না পরলে এই সকল রাশির মানুষদের নানা রকম ক্ষতির মুখে পড়তে হয়। জেনে নিন তালিকায় কোন রাশিগুলি রয়েছে।
আরও পড়ুন:
কোন রাশির জাতক-জাতিকাদের জন্য পান্না শুভ?
মেষ: মেষ রাশির জাতক-জাতিকাদের মেজাজ এমনিতেই একটু গরম হয়। পান্না পরলে এঁদের রাগ আরও বৃদ্ধি পায় বলে মনে করা হয়। এই রাশির ব্যক্তিদের জন্য পান্না মোটেও শুভ নয়।
বৃষ: পান্না বৃষ রাশির ব্যক্তিদের জন্যও শুভ নয়। সবুজ এই ধাতু পরলে শুক্রের রাশি বৃষে জাগতিক ভোগবিলাসের প্রতি আকর্ষণ বৃদ্ধি পায়। সেই কারণে পান্না পরা এঁদের জন্য সুখকর হয় না।
আরও পড়ুন:
সিংহ: সিংহ রাশির আত্মবিশ্বাসের উপর নেগেটিভ প্রভাব ফেলে পান্না। এই রাশির জাতক-জাতিকাদের পান্না ধারণের ফলে আত্মবিশ্বাস কমে যায়। তাই এঁদের পান্না পরা উচিত নয়।
বৃশ্চিক: পান্না বৃশ্চিক রাশির জন্যও শুভ নয়। এই রাশির আবেগপ্রবণতা পান্নাধারণের ফলে বৃদ্ধি পায়। যুক্তি দিয়ে কোনও কিছুই ভাবতে পারেন না এঁরা। ফলে সিদ্ধান্ত নিতেও মুশকিলে পড়তে হয়।
আরও পড়ুন:
মকর: মকর রাশির জাতক-জাতিকাদের জন্য পান্না শুভ নয়। এই রাশির ব্যক্তিদের মনঃসংযোগে বিঘ্ন ঘটে। পান্না পরার ফলে এঁরা কোনও কাজ ঠিকমতো করে উঠতে পারেন না।
মীন: স্বপ্নের দুনিয়ায় ঘুরে বেড়াতে পছন্দ করেন মীন রাশির জাতক-জাতিকারা। পান্নাধারণের ফলে এঁদের সেই স্বভাব আরও বৃদ্ধি পায়। বাস্তবের ওঠাপড়া এঁরা খোলা মনে মেনে নিতে পারেন না।
যে কোনও রত্ন ধারণের পূর্বে জ্যোতিষীর পরামর্শ নেওয়া আবশ্যিক। কোষ্ঠী বিচারে ফলের পরিবর্তন ঘটতে পারে।