Advertisement
২৪ অক্টোবর ২০২৪
Vaastu Tips

নতুন বাড়িতে যাওয়ার পর থেকে কেন পরিবারে অশান্তি বেশি হচ্ছে? কারণ জানাচ্ছে জ্যোতিষ

নতুন বাড়ি করছেন? মাটির নীচের জমি খুঁড়ে কী কী পাওয়া গেল, তা দেখে নিন। কিছু জিনিস থাকলেই বিপদ।

Image of Fight.

নতুন বাড়িতে গিয়ে বাসিন্দারা ঝগড়া ঝামেলা বেশি হচ্ছে? ছবি: সংগৃহীত।

শ্রীমতী অপালা
কলকাতা শেষ আপডেট: ৩১ মে ২০২৩ ১৩:৪৭
Share: Save:

নিজের বাড়ি হোক এই স্বপ্ন কমবেশি, আমরা সকলেই দেখে থাকি। আর সেই বাড়িতে সবাইকে নিয়ে সুখে থাকারও স্বপ্ন অমূলক নয়। কিন্তু বাড়ি করার জন্য সব জমি ঠিকঠাক থাকে না। অনেক সময় দেখা যায়, নতুন বাড়ি করে সেখানে বসবাস করার পর নানা সমস্যা সৃষ্টি হচ্ছে। যেমন বাড়ির বাসিন্দারা বেশি অসুস্থ হচ্ছে, ঝগড়া ঝামেলা বেশি হচ্ছে, পড়াশোনার দিকেও বাঁধা আসছে— বিভিন্ন সমস্যা শুরু হচ্ছে। যে সমস্যাগুলি হয়তো পুরনো বাসস্থানে সৃষ্টি হয়নি।

এ বার প্রশ্ন, এমনটা কেন হচ্ছে? এর মূলত কারণ নতুন বাড়ির বাস্তুজমি। তাই জমি কেনার পর যখন ভিত খোঁড়া হয়, তখন মাটিটা একটু বেশি করে খোঁড়া উচিত। মাতি খোঁড়াখুঁড়ির সময় মাটির নীচে অনেক রকম জিনিস পাওয়া যায়। তার মধ্যে কিছু জিনিস শুভ বা ভাল হয়। আবার বেশ কিছু জিনিস অশুভ হয়। আর যেই সব জমিতে অশুভ জিনিস পাওয়া যায়, সেই সব জমিতে বসবাস করা একদম উচিত নয়। সেখানে বাস করা মানে নিজের অমঙ্গল নিজেই ডেকে আনা। তাই বাড়ির বসবাসের জমি কেনার আগে মাটি খুঁড়ে দেখে নেওয়াই ভাল, যে মাটির নীচে ওই ধরনের কিছু আছে কি না। আর বিশেষ করে শ্বশানের পাশে বাড়ি বা কবর স্থানের পাশে বাড়ি খুবই খারাপ।

এ বার দেখে নেওয়া যাক কী কী জিনিস মাটির নীচে থাকলে অশুভ শক্তি আকৃষ্ট করে

১। মাটির নীচে অনেক পুরনো পোড়া মাটির জিনিস পাওয়া গেলে।

২। মাটির নীচে মানুষের কঙ্কাল বা পশুপক্ষীর হাড় পাওয়া গেলে।

৩। মাটির নীচে অনেক পুরনো কোনও ধ্বংসাবশেষ পাওয়া গেলে।

৪। মাটির নীচে কালো ছাই মিশ্রিত মাটি পাওয়া গেলে।

৫। মাটির নীচে পুরনো কাঠ, সেটা পোড়া হলে আরও বেশি খারাপ।

৬। পাথর মেশানো মাটিও খুব একটা ভাল নয়।

অন্য বিষয়গুলি:

Vastu Tips Astro Tips Vaastu
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE