Advertisement
৩০ এপ্রিল ২০২৪

সিঁড়ির নীচে কী রাখা যায় এবং কী রাখা যায় না

সিঁড়ি হল বাড়ির এমন একটা জায়গা, যা থেকে বোঝা যায় বাড়ির উন্নতি। কারণ সিঁড়িই হল বাড়ির ওপরে ওঠার ধাপ। তাই সিঁড়ি যদি সঠিক নিয়মে করা হয়, জীবনে উন্নতি আসতে সময় লাগে না। এমন কিছু জিনিস আছে, যা সিঁড়ির নীচে বা সিঁড়ির আশেপাশে রাখতে নেই।

শ্রীমতী অপালা
শেষ আপডেট: ২২ জানুয়ারি ২০২০ ০০:০৬
Share: Save:

সিঁড়ি হল বাড়ির এমন একটা জায়গা, যা থেকে বোঝা যায় বাড়ির উন্নতি। কারণ সিঁড়িই হল বাড়ির ওপরে ওঠার ধাপ। তাই সিঁড়ি যদি সঠিক নিয়মে করা হয়, জীবনে উন্নতি আসতে সময় লাগে না। এমন কিছু জিনিস আছে, যা সিঁড়ির নীচে বা সিঁড়ির আশেপাশে রাখতে নেই। না জেনে যদি রাখা হয়, তা হলে জীবনে চরম বিপদ নেমে আসতে পারে।

দেখে নেওয়া যাক সিঁড়ির নীচে কী রাখা যাবে না—

• সিঁড়ির নীচে কোনও ভাবেই রান্নাঘর করা যাবে না। এতে প্রচুর পরিমাণে নেগেটিভ এনার্জি চলে আসে আমাদের শরীরে।

• সিঁড়ির নীচে বাথরুম একদম রাখা যাবে না, এতে বাড়ির উন্নতি রুদ্ধ হবে।

• অনেক সময় দেখা যায়, জায়গার অভাবে সিঁড়ির নীচে থাকার ব্যবস্থা করা হয়। এটি একেবারেই উচিত নয়। এর ফলে শারীরিক অসুস্থতা বৃদ্ধি পেতে থাকে।

আরও পড়ুন: পায়রার বাড়িতে আসার শুভ এবং অশুভ দিক

• বাস্তু মতে সিঁড়ির নীচে কোনও ইলেকট্রনিক্স জিনিস রাখা যাবে না।

• সিঁড়ির নীচে যদি বসার ব্যবস্থা করা হয়, তা হলে বাড়ির মালিক এবং অতিথি দুইয়ের ওপরেই খারাপ প্রভাব পড়ে।

• সিঁড়ির নীচে জল রাখা যাবে না, এতে আমাদের জীবনের সুখ শান্তি নষ্ট হয়।

• সিঁড়ির নীচে ঠাকুর ঘর করা যাবে না। ঠাকুর ঘর বাড়ির সব থেকে শক্তিশালী ও পজেটিভ জায়গা।

সিঁড়ির নীচে রাখা যাবে—

• সিঁড়ির নীচে গাড়ি, সাইকেল এই সব জিনিস রাখা যাবে, যা আমাদের এগিয়ে চলাকে নির্দেশ করে।

• সিঁড়ির নীচে জুতো রাখার ব্যবস্থা করা যেতে পারে।

• সিঁড়ির নীচে ঝাড়ু রাখা যেতে পারে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Vastu Shastra
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE