Advertisement
০৯ মে ২০২৪

১৪২৬ সনের ঝুলনযাত্রার নির্ঘণ্ট ও সময়সূচি

উপনিষদ ভগবান বা পরমব্রহ্মকে রসস্বরূপ বলে উপলব্ধি করেছে। ভগবানকে তাঁর সৃষ্টি ও তা রক্ষার জন্য অবতারত্ব গ্রহণ করতে হয়। অবতার রূপে তাঁর নানারূপ কাজকে যাত্রা বা লীলা নামে অভিহিত করা হয়।

পার্থপ্রতিম আচার্য
শেষ আপডেট: ০৯ অগস্ট ২০১৯ ০০:০৫
Share: Save:

সাধারণত শ্রাবণ মাসে একাদশী থেকে পূর্ণিমা, এই পাঁচদিনব্যাপী অনুষ্ঠিত হয় বৈষ্ণব ধর্মের অন্যতম শ্রেষ্ঠ উৎসব ঝুলন। শ্রাবণী পূর্ণিমাকে একাধারে ঝুলন পূর্ণিমা বা রাখি পূর্ণিমাও বলে। বৈষ্ণব ধর্ম সজীবতার ধর্ম, রসের ধর্ম। এই ধর্ম শুষ্কতার পক্ষপাতী নয়। তাই এই ধর্ম আমাদের জীবনের ভোগ বা কর্মকে ভোগরস, কর্মরস না বলে ভক্তিভরে তাকে ভক্তিরস বলেছে। জীবনকে শুষ্ক মরুভুমি করে পরমতত্ত্ব লাভে ভক্তিবাদীরা বিশ্বাসী নন। বৈষ্ণব ধর্ম তাই জীবনময়, প্রেমময় ও রসময়। উপনিষদ ভগবান বা পরমব্রহ্মকে রসস্বরূপ বলে উপলব্ধি করেছে। ভগবানকে তাঁর সৃষ্টি ও তা রক্ষার জন্য অবতারত্ব গ্রহণ করতে হয়। অবতার রূপে তাঁর নানারূপ কাজকে যাত্রা বা লীলা নামে অভিহিত করা হয়। ঝুলনযাত্রা তেমনই এক লীলার নাম, যেখানে ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে শ্রীরাধার মাধুর্যপূর্ণ প্রেমের পরিপূর্ণ প্রকাশ ঘটেছে।

আরও পড়ুন: ফুল ধুয়ে পুজো করেন? বিপদ হতে পারে কিন্তু

এখন জেনে নেওয়া যাক বিশুদ্ধ সিদ্ধান্ত ও গুপ্তপ্রেস পঞ্জিকা মতে ঝুলনযাত্রার সময় সূচি ও নির্ঘণ্ট:

বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে:

শ্রীশ্রীকৃষ্ণের ইন্দ্রাদিদেব বিহিত ঝুলনযাত্রারম্ভ:

বাংলা তারিখ: ২৪ শ্রাবণ ১৪২৬, শনিবার।

ইং তারিখ: ১০/০৮/২০১৯।

সময়: রাত্রৌ শ্রীশ্রীকৃষ্ণের ইন্দ্রাদিদেব বিহিত ঝুলনযাত্রারম্ভ।

গন্ধর্বাচরিত শ্রীশ্রীকৃষ্ণের ঝুলনযাত্রা আরম্ভ:

বাংলা তারিখ: ২৫ শ্রাবণ ১৪২৬, রবিবার।

ইং তারিখ: ১১/০৮/২০১৯।

সময়: সকাল ৯টা ৩৩ মিনিট মধ্যে।

শ্রীশ্রীকৃষ্ণের ইন্দ্রাদিদেব বিহিত ঝুলনযাত্রা সমাপন:

বাংলা তারিখ: ২৮ শ্রাবণ ১৪২৬, বুধবার।

ইং তারিখ: ১৪/০৮/২০১৯।

সময়: রাত্রৌ শ্রীশ্রীকৃষ্ণের ইন্দ্রাদিদেব বিহিত ঝুলনযাত্রা সমাপন।

গন্ধর্বাচরিত শ্রীশ্রীকৃষ্ণের ঝুলনযাত্রা সমাপন:

বাংলা তারিখ: ২৯ শ্রাবণ ১৪২৬, বৃহস্পতিবার।

ইং তারিখ: ১৫/০৮/২০১৯।

সময়: সকাল ৯টা ৩৩ মিনিট মধ্যে।

গুপ্তপ্রেস পঞ্জিকা মতে:

শ্রীশ্রীকৃষ্ণের ইন্দ্রাদিদেব বিহিত ঝুলনযাত্রারম্ভঃ:

বাংলা তারিখ: ২৪ শ্রাবণ ১৪২৬, শনিবার।

ইং তারিখ: ১০/০৮/২০১৯।

সময়: রাত্রৌ শ্রীশ্রীকৃষ্ণের ইন্দ্রাদিদেব বিহিত ঝুলনযাত্রারম্ভ।

গন্ধর্বাচরিত শ্রীশ্রীকৃষ্ণের ঝুলনযাত্রা আরম্ভঃ:

বাংলা তারিখ: ২৫ শ্রাবণ ১৪২৬, রবিবার।

ইং তারিখ: ১১/০৮/২০১৯।

সময়: সকাল ৯টা ৩২ মিনিট ১৬ সেকেন্ড মধ্যে।

শ্রীশ্রীকৃষ্ণের ইন্দ্রাদিদেব বিহিত ঝুলনযাত্রা সমাপন:

বাংলা তারিখ: ২৮ শ্রাবণ ১৪২৬, বুধবার।

ইং তারিখ: ১৪/০৮/২০১৯।

সময়: রাত্রৌ শ্রীশ্রীকৃষ্ণের ইন্দ্রাদিদেব বিহিত ঝুলনযাত্রা সমাপন।

গন্ধর্বাচরিত শ্রীশ্রীকৃষ্ণের ঝুলনযাত্রা সমাপন:

বাংলা তারিখ: ২৯ শ্রাবণ ১৪২৬, বৃহস্পতিবার।

ইং তারিখ: ১৫/০৮/২০১৯।

সময়: সকাল ৯টা ৩২ মিনিট ১৬ সেকেন্ড মধ্যে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Jhulan Purnima
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE