বাস্তু সুখ আমরা সকলেই কামনা করি, কিন্তু সামান্য কিছু ভুলের জন্য বাস্তু সুখ হইতে বঞ্চিত হই। সামান্য কিছু বিষয় মেনে চললে খুব সহজেই বাস্তু সুখ উপভোগ করতে পারি।
বাস্তু সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু পরামর্শ মেনে চললে খুব সহজেই বাস্তু সুখ উপভোগ করতে পারি।
১) দক্ষিণ দিকের দেওয়ালে আয়না বা দেওয়াল ঘড়ি ঝোলানো ঠিক নয়। দেওয়াল ঘড়ি বা আয়না ঝোলানো উচিত পূর্ব অথবা উত্তরের দেওয়ালে।