Advertisement
০৫ ডিসেম্বর ২০২৪
Jagadhatri Puja 2024

ভাগ্যের হাল ফেরাতে জগদ্ধাত্রী পুজোর নবমীর দিন কয়েকটি সহজ টোটকা মেনে চলুন

জগদ্ধাত্রী পুজোর নবমী তিথিতে যদি বিশেষ কিছু টোটকা মেনে চলা যায়, তা হলে জীবনে অত্যন্ত উপকার পাওয়া যায়।

Tips to follow on Jagaddhatri Puja navami

—প্রতীকী ছবি।

শ্রীমতী অপালা
শেষ আপডেট: ০৮ নভেম্বর ২০২৪ ১০:৪৭
Share: Save:

আগামী রবিবার জগদ্ধাত্রী পুজোর নবমী। কৃষ্ণনগর এবং চন্দননগরের জগদ্ধাত্রী পুজো বিখ্যাত। দুর্গাপুজোর মতো জগদ্ধাত্রী পুজোতেও ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত দেবী জগদ্ধাত্রীর পুজো করা হয়। এই রাজ্যেই প্রথম জগদ্ধাত্রী পুজো শুরু হয়েছিল। এই পুজোর নবমী তিথিতে যদি বিশেষ কিছু টোটকা মেনে চলা যায়, তা হলে জীবনে অত্যন্ত উপকার পাওয়া যায়।

টোটকা

১) সম্ভব হলে জগদ্ধাত্রী পুজোর নবমীর দিন দেবীর পুজো দিন।

২) মা জগদ্ধাত্রীকে লাল বা হলুদ বস্ত্র অর্পণ করুন।

৩) যদি সম্ভব হয়, তা হলে নবমীর দিন বাড়ির পাঁচ বছরের কমবয়সি কন্যাকে তার পছন্দমতো কিছু উপহার দিন।

৪) জগদ্ধাত্রী পুজোর নবমীর দিন বাড়ির মহিলারা উপবাস রেখে দেবীর পুজো করুন।

৫) এই পুজোর অষ্টমী এবং নবমী তিথিতে নিরামিষ খাবার খান।

৬) নবমীর দিন সন্ধ্যাবেলা আমলকি গাছের নীচে ঘিয়ের প্রদীপ জ্বালান।

৭) নবমীর দিন আমলকি গাছকে চন্দন, রোলি এবং ফুল দিয়ে সাজানো খুব শুভ বলে মনে করা হয়।

৮) এই দিন আমলকি গাছের নীচে সাধ্যমতো নৈবেদ্য দিয়ে পুজো করুন। পুজো করার পর সাত বার গাছটির চারপাশে ঘুরে মনস্কামনা জানান।

৯) পুজো শেষ হয়ে যাওয়ার পর কিছু গরিব-দুঃখীকে সাধ্যমতো দান করুন।

১০) জগদ্ধাত্রী পুজোর সময় যে কোনও নতুন ব্যবসা শুরু করা অত্যন্ত শুভ।

অন্য বিষয়গুলি:

jagadhatri puja Jagadhatri Puja 2024 Tips Astrology Astrological Tips
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy