চাকরি করতে সকলের ভাল লাগে না। চাকরি মানেই অন্যের অধীনে, অন্যের কথামতো কাজ করা। সেটা সকলের পক্ষে মেনে নেওয়া সহজ হয় না। ধরাবাঁধা চাকরির বদলে অনেকে তাই ব্যবসা করার ইচ্ছা পোষণ করেন। ছোট থেকেই তাঁদের ব্যবসার প্রতি ঝোঁক দেখা যায়। আবার বাড়ির বাবা-কাকারা ব্যবসা করে এসেছেন বলে সেই ব্যবসা সামলাতে হয় অনেককে। কিন্তু ব্যবসা করা সহজ বিষয় না। ব্যবসা ঠিকঠাক ভাবে চালাতে না পারলে চলতি ব্যবসাও বসে যেতে পারে। শাস্ত্রমতে, রাশিচক্রের পাঁচটি রাশির দ্বারা অন্যদের তুলনায় ব্যবসা খুব ভাল হয়। জেনে নিন তাঁরা কারা।
কোন কোন রাশির ব্যক্তিরা ভাল ব্যবসা করতে পারেন?
মেষ: মেষ রাশির ব্যক্তিরা ঝুঁকি নিতে ভয় পান না। যে কোনও কাজ এঁরা অত্যন্ত বিচক্ষণতার সঙ্গে করতে পছন্দ করেন। মেষ রাশির জাতক-জাতিকারা সর্বদা নতুন কিছু করে দেখতে পছন্দ করেন। কোনও কাজ এক বার শুরু করলে সেখান থেকে যে করে হোক সাফল্য আদায় করে তবে এঁরা থামেন। তাই এঁদের দ্বারা অন্যান্য কাজের তুলনায় ব্যবসাটা বেশি ভাল হয়।
বৃষ: বৃহস্পতি দ্বারা চালিত বৃষ রাশির জাতক-জাতিকাদের ধৈর্য প্রচুর। তাই কোনও ব্যবসা শুরু করার পর সেটি যদি প্রথমেই সাফল্য না পায়, তা হলেও এঁরা ভেঙে পড়েন না। ধৈর্য রেখে চেষ্টা করেন এবং সাফল্য পাওয়ার জন্য যত পরিশ্রম দরকার তার দ্বিগুণ খাটেন। ফলত এঁদের ব্যবসা দাঁড়াতে বেশি সময় লাগে না। মাথা ঠান্ডা রেখে বৃষ রাশির ব্যক্তিরা কাজ করতে পারেন।
সিংহ: সিংহ রাশির জাতক-জাতিকাদের মধ্যে জন্ম থেকেই নেতৃত্বদানের একটা ক্ষমতা রয়েছে। অন্যের অধীনে কাজ করার জন্য এঁরা তৈরি নয়। বরং নিজেদের মতো ব্যবসা খুলে তাতে অন্যদের কাজে লাগানোর জন্য এঁরা উপযুক্ত। এঁরা সর্বদা কোনও ঘটনার কেন্দ্রবিন্দু হতে পছন্দ করেন। ফলে চাকরি জীবনে মানিয়ে নেওয়া এঁদের পক্ষে সহজ হয় না।
বৃশ্চিক: ভেবেচিন্তে কোনও পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে বৃশ্চিক রাশির ব্যক্তিরা বাকিদের থেকে এগিয়ে থাকেন। যে কোনও কঠিন পরিস্থিতিতে এঁরা মাথা ঠান্ডা রাখতে পারেন। এই কারণে বৃশ্চিক রাশির ব্যক্তিরা ব্যবসার জন্য উপযুক্ত। তুখোড় বুদ্ধির কারণে বৃশ্চিক রাশির জাতক-জাতিকাকে ব্যবসায় লোকসানের মুখ দেখতে হয় না।
মকর: নিয়মানুবর্তিতার বেড়াজালে জীবন কাটাতে ভালবাসেন মকর রাশির জাতক-জাতিকারা। আর সেই জীবনধারার ছাপ তাঁদের ব্যবসার উপরেও থাকে। এর ফলে এঁদের ব্যবসা দাঁড়াতে বেশি সময় লাগে না। যদিও দ্রুত লাভের থেকে দীর্ঘমেয়াদি সাফল্যে বিশ্বাস করেন মকর রাশির ব্যক্তিরা। তাই এই রাশিদের দ্বারা পরিচালিত ব্যবসা যদি এক বার দাঁড়িয়ে যায় তা হলে আর পিছনে ফিরে তাকাতে হয় না।