Advertisement
E-Paper

বদলাবে অর্থভাগ্য, উন্নতি কর্মক্ষেত্রে, ফিরবে শান্তি! মঙ্গল-শুক্রের বিশেষ যোগে নভেম্বরেই ফুলেফেঁপে উঠবে তিন রাশি

জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, আগামী ২৬ নভেম্বর বিশেষ যোগ হতে চলেছে মঙ্গল এবং শুক্রের। আর এর ভাল প্রভাব পড়তে চলেছে তিন রাশির জাতক জাতিকাদের উপর।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১২ নভেম্বর ২০২৫ ১৬:২৩
Venus and mars will make connection on 28 November 2025, three zodiac signs are going to be in fortune

—প্রতীকী ছবি।

২০২৫ মঙ্গলের বছর। তাই অন্যান্য গ্রহদের তুলনায় এই বছর মঙ্গলের প্রভাব বিস্তারের ক্ষমতা খানিকটা বেশি। এ বার সেই মঙ্গলের সঙ্গেই সংযোগ হতে চলেছে শুক্রের। মঙ্গলদেব এবং শুক্রদেবের এই যুতির মাহাত্ম্য অনেক। অন্তত তেমনটাই বলা হয়েছে বৈদিক জ্যোতিষশাস্ত্রে।

জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, আগামী ২৬ নভেম্বর বিশেষ যোগ হতে চলেছে মঙ্গল এবং শুক্রের। আর এর ভাল প্রভাব পড়তে চলেছে তিন রাশির জাতক-জাতিকাদের উপর। অর্থভাগ্য তো ফিরবেই, পাশাপাশি আরও অনেক ক্ষেত্রে লাভের মুখ দেখবেন তাঁরা। সুখ-শান্তিও থাকবে। দেখে নেওয়া যাক, ২৬ নভেম্বর কোন তিন রাশির উপর সৌভাগ্য যোগ আনছে মঙ্গল এবং শুক্রের যুতি।

তুলা- তালিকায় প্রথমেই রয়েছে তুলা রাশি। মঙ্গল এবং শুক্রের যোগ বিশেষ সৌভাগ্য বহন করে আনবে তুলা রাশির জাতক-জাতিকাদের জন্য। ওই দিন তুলা জাতক-জাতিকাদের হাতে টাকা আসতে পারে হঠাৎ করেই। হারানো আত্মবিশ্বাসও ফিরবে। তাঁরা যে কাজেই হাত দেবেন, সেখানেই সাফল্য আসবে। অনেক দিন ধরে আটকানো কোনও বড় কাজের সুরাহা হতে পারে ওই দিন। মঙ্গল এবং শুক্রের যোগে নতুন গাড়ি-সম্পত্তি এমনকি, নতুন চাকরির যোগও আসতে পারে তুলা জাতক-জাতিকাদের। ধর্ম-কর্মেও মন লাগবে।

কুম্ভ- মঙ্গল এবং শুক্রের যুতিতে ভাগ্য ফিরবে কুম্ভ রাশির জাতক-জাতিকাদেরও। জ্যোতিষ অনুযায়ী, দুই গ্রহের সংযোগে ২৬ নভেম্বর থেকে ভালো সময় শুরু হতে চলেছে তাঁদের। পুরোনো কোনও বিনিয়োগ থেকে যেমন লাভ হতে পারে, তেমন অতিরিক্ত উপার্জন হতে পারে ব্যবসা থাকবে। এই সময় কুম্ভ জাতক-জাতিকাদের মানসিক শান্তিও বজায় থাকবে।

মীন- ২৬ নভেম্বর থেকে মীন রাশির জন্যও সৌভাগ্যের চাবিকাঠি বহন করে নিয়ে আসবে মঙ্গল এবং শুক্রের যোগ। বিভিন্ন দিক থেকে লাভ করবেন এই রাশির জাতক-জাতিকারা। কর্মস্থলে যেমন সম্মান বাড়বে, তেমন কর্মসূত্রে বিদেশ যাত্রার যোগও তৈরি হবে। আত্মবিশ্বাস বাড়বে। সাফল্য আসতে পারে চাকরির পরীক্ষাতেও।

Astrological Prediction Astrologer’s prediction Vedic Prediction Libra
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy