Advertisement
২৬ এপ্রিল ২০২৪

দেববিগ্রহ, ছবি বা মূর্তি কোথায় কীভাবে রাখা উচিত

জ্ঞানী থেকে সাধারণ মানুষ অনেকেই বলে থাকেন ঠাকুর ঘরটি যেন ঈশান কোণে হয়। কিন্তু অন্য কোথাও না হয়ে ঈশান কোণেই কেন হবে এর সঠিক ব্যাখ্যা জানা নেই অনেকেই। জানা নেই কোন দেবদেবীর স্থান কোন জায়গায় এবং ভক্তের পূজার স্থানই বা কোথায়।

পার্থপ্রতিম আচার্য
শেষ আপডেট: ১৬ এপ্রিল ২০১৮ ০০:০১
Share: Save:

জ্ঞানী থেকে সাধারণ মানুষ অনেকেই বলে থাকেন ঠাকুর ঘরটি যেন ঈশান কোণে হয়। কিন্তু অন্য কোথাও না হয়ে ঈশান কোণেই কেন হবে এর সঠিক ব্যাখ্যা জানা নেই অনেকেই। জানা নেই কোন দেবদেবীর স্থান কোন জায়গায় এবং ভক্তের পূজার স্থানই বা কোথায়।

এখন দেখে নেওয়া যাক- দেববিগ্রহ, ছবি বা মূর্তি কোথায় কীভাবে রাখা উচিতঃ—

যারা শক্তি অর্থাৎ কালী, দূর্গা, লক্ষী, সরস্বতী, শীতলা ইত্যাদি দেবীর আরাধনায় ব্রতী হতে চান তারা সর্বদাই উত্তর দিকে মুখ করে বসবেন। অর্থাৎ দেবীমাকে বসাবেন উত্তর দেওয়ালে এবং আপনি বসবেন উত্তরদিকে মুখ করে।

দেবাদিদেব শ্রী শ্রীমহাদেবকে বসাতে হয় উত্তর বা ঈশান কোণে।

শ্রী শ্রীনারায়ণ, সূর্য ইত্যাদিকে বসাতে হয় পূর্ব দিকে।

শ্রী শ্রীঅগ্নিদেবকে সর্বদাই আগ্নেয় বা পূর্ব-দক্ষিণ কোণে বসিয়ে পূজা করা উচিত।

শ্রী শ্রীবরুণদেবকে সর্বদাই দক্ষিণ দিকে বসানো উচিত।

সৃষ্টিকর্তা শ্রী শ্রীব্রহ্মদেবকে সর্বদাই গৃহের মধ্যস্থলে রেখে ভক্তকে ঈশান মুখী হয়ে বসে পূজা করা উচিত।

প্রভু শ্রী শ্রীনারায়ণ, সংকট মোচন শ্রী শ্রী হনুমানজীকে সর্বদাই ঘরে পূর্ব দিকে বসিয়ে পূজা করা উচিত। সেই সঙ্গে প্রসাদে তুলসির পাতা দিতে যেন ভুল না হয়।

দেবাদিদেব শ্রীশ্রীমহাদেবের শিবলিঙ্গে অখন্ড বেলপাতা দিতে ভুলবেন না।

এছাড়া রাশিচক্রানুযায়ী নির্ধারিত ইষ্ট দেব-দেবীর পূজা আরম্ভের আগে তাঁর প্রতিষ্ঠার স্থান এবং ভক্তের বসবার স্থান সম্বন্ধে জেনে নেওয়া অবশ্যই দরকার। অন্যথায় বছরের পর বছর পূজা করেও সুফল প্রাপ্ত হয় না।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

god Idol place Astrology
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE