Advertisement
০৮ মে ২০২৪

শঙ্খ কেন তিন বারের বেশি বাজাতে নেই এবং তিন বারের বেশি বাজালে কী হয়

হিন্দু শাস্ত্র মতে প্রত্যেক হিন্দু বাড়িতেই শঙ্খ বাজানো হয়। এই রীতি হিন্দু ধর্মের বিশেষ প্রচলিত এক রীতি এবং এই রীতি প্রাচীন কাল থেকেই চলে আসছে। বেশির ভাগ ক্ষেত্রে প্রতি দিন সন্ধ্যায় শঙ্খ বাজানো হয়। কিন্তু শাস্ত্র অনুযায়ী প্রতি দিন সকালবেলা পুজো করার পর শঙ্খ বাজালে বিশেষ শুভ ফল লাভ করা যায়।

শ্রীমতী অপালা
শেষ আপডেট: ২৮ এপ্রিল ২০২০ ০০:০৫
Share: Save:

হিন্দু শাস্ত্র মতে প্রত্যেক হিন্দু বাড়িতেই শঙ্খ বাজানো হয়। এই রীতি হিন্দু ধর্মের বিশেষ প্রচলিত এক রীতি এবং এই রীতি প্রাচীন কাল থেকেই চলে আসছে। বেশির ভাগ ক্ষেত্রে প্রতি দিন সন্ধ্যায় শঙ্খ বাজানো হয়। কিন্তু শাস্ত্র অনুযায়ী প্রতি দিন সকালবেলা পুজো করার পর শঙ্খ বাজালে বিশেষ শুভ ফল লাভ করা যায়।

পুজো করার সময় দেবদেবীদের আমন্ত্রণ জানানো হয় এই শঙ্খ বাজানোর মাধ্যমে। যে বাড়িতে নিয়মিত প্রত্যেক দিন শঙ্খ বাজানো হয় সেখানে দেবদেবীর কৃপা বিশেষ ভাবে বর্ষিত হয়।

এ ছাড়া শঙ্খ বাজালে বাড়িতে যদি কোনও প্রকার অশুভ শক্তি থাকে, তার প্রভাব ধীরে ধীরে কমতে থাকে। এর মাধ্যমে শুভ শক্তিকে আহ্বান করা হয়, সংসারের সুখ শান্তি বজায় থাকে এবং পরিবারের সকলের মন ও স্বাস্থ্য ভাল থাকে। সাধারণত যে বাড়িতে শঙ্খ বাজানো হয় সেই বাড়ি সদা বিপদ মুক্ত থাকে। ভাগ্য ও আর্থিক উন্নতির জন্য শঙ্খের ব্যবহার অপরিহার্য।

আরও পড়ুন: খুব বেশি দুঃস্বপ্ন দেখেন? সে সব কমাতে কিছু বাস্তু টিপস

শঙ্খ কেন তিন বারের বেশি বাজাতে নেই? তিন বার শঙ্খ বাজানোর অর্থ হল দেবদেবীকে আমন্ত্রণ জানানো। তিন বার শঙ্খ বাজানোর হয় বিশেষ করে মহাদেব, ব্রহ্মা ও বিষ্ণুদেবকে সন্তুষ্ট করার জন্য। যদি তিন বারের বেশি শঙ্খ বাজানো হয়, তা হলে দেবদেবীরা অসন্তুষ্ট হওয়ার সঙ্গে সঙ্গে আসুরিক শক্তিকে আহ্বান করা হয়। আসুরিক শক্তির বাড়িতে প্রবেশ মানে অশুভ শক্তির প্রভাব বিস্তার।

এর ফলে বাড়িতে নানা রূপ সঙ্কট দেখা দেয়। পরিবারের উপর নানা বিপদের আশঙ্কা দ্বিগুণ বেড়ে যায়। ধীরে ধীরে আর্থিক অবনতিও শুরু হয়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Conch
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE