মে মাসের লটারি-ভাগ্য যাঁর যেমনই থাক না কেন, প্রতি সপ্তাহে সেই ভাগ্য কিন্তু বদলাতে পারে। এই সপ্তাহে আপনার ভাগ্য খারাপ থাকলেও, পরের সপ্তাহে কিন্তু আপনার ভাগ্যে প্রাপ্তিযোগ লেগে যেতেই পারে। লটারি ব্যাপারটাই এই রকম। লটারির টিকিট কেটে কার ভাগ্য কখন খুলে যায় সেটা সঠিক ভাবে বলা মুশকিল। তা-ও জ্যোতিষশাস্ত্র আপনাকে কিছুটা হলেও সাহায্য করতে পারে। জেনে নিন পয়লা মে থেকে ১০ মে পর্যন্ত কারা লটারি কেটে লাভ করতে পারবেন।
আরও পড়ুন:
মে মাসের প্রথম সপ্তাহের লটারি-ভাগ্য:
মেষ: মেষ রাশির জাতকদের ক্ষেত্রে এই সপ্তাহ লটারির দিকে খুব একটা ভাল নয়। তাই লটারি কাটার ব্যাপারে সতর্ক থাকুন, খুব মন চাইলেও না কাটাই ভাল হবে।
বৃষ: সপ্তাহের মধ্যভাগটা বৃষ রাশির জন্য বেশ ভাল রয়েছে, তবে শেষভাগে একেবারেই লটারি কাটতে যাবেন না।
মিথুন: মিথুন রাশির জন্য গোটা সপ্তাহটাই বেশ ভাল দেখা যাচ্ছে। কিন্তু খুব বেশি আশা রাখা যাবে না। অল্প অঙ্কের লটারি কেটে দেখতে পারেন।
আরও পড়ুন:
কর্কট: এই সপ্তাহে কর্কট রাশির জাতকেরা খুব চিন্তাভাবনা করে লটারির দিকে এগোন। বিশেষ প্রাপ্তিযোগ দেখা যাচ্ছে না।
সিংহ: সপ্তাহের যে কোনও সময়ে সিংহ রাশির জাতক-জাতিকারা লটারি কাটতে পারেন। ভাল প্রাপ্তিযোগ দেখা যাচ্ছে।
কন্যা: কন্যা রাশির জাতকদের জন্য এই
সপ্তাহটা আর্থিক দিকে ভাল দেখা যাচ্ছে। ভাগ্য যাচাই করে দেখতে চাইলে লটারি কাটতে
পারেন।
আরও পড়ুন:
তুলা: মে মাসের প্রথম সপ্তাহে তুলা রাশির জাতক-জাতিকাদের লটারির দিকে খুব বেশি ঝোঁক না দেখানোই ভাল হবে। বিশেষ প্রাপ্তিযোগ দেখা যাচ্ছে না।
বৃশ্চিক: লটারির দিক দিয়ে বৃশ্চিক রাশির জন্য এই সপ্তাহটা মধ্যম প্রকৃতির থাকবে। খুব মন চাইলে কম অঙ্কের লটারি কেটে দেখতে পারেন।
ধনু: এই সপ্তাহে ধনু রাশির জাতক-জাতিকারা লটারির টিকিট কাটতে পারেন, ভাল আর্থিক যোগ রয়েছে।
আরও পড়ুন:
মকর: মকর রাশির জাতক-জাতিকাদের জন্য সপ্তাহের প্রথমভাগটা বেশ ভাল দেখাচ্ছে। লটারি কাটার ইচ্ছা থাকলে সেই সময়ই কাটুন।
কুম্ভ: সপ্তাহের শেষভাগে কুম্ভ রাশির ব্যক্তিরা এক বার চেষ্টা করে দেখতে পারেন। বাকি সময় লটারির দিকে এগোবেন না।
মীন: এই সপ্তাহে মীন রাশির জাতক-জাতিকাদের খুব বেশি অঙ্কের লটারি না কাটাই ভাল হবে।
(লটারি কেনা ব্যক্তিগত বিষয়। এতে আর্থিক ক্ষতির আশঙ্কা রয়েছে। আনন্দবাজার ডট কম কাউকে লটারি কেনার বিষয়ে উৎসাহ প্রদান করে না।)