পঞ্জাবের বিষমদকাণ্ডে মৃত বেড়ে হল ২১। প্রশাসন জানিয়েছে, অমৃতসরের মাজিতা ব্লকে সোমবারের রাতের ওই দুর্ঘটনায় অসুস্থদের মধ্যে অন্তত ১০ জনের অবস্থা আশঙ্কাজনক।
বিষমদকাণ্ডের মূল অভিযুক্ত-সহ ১০ জনকে এ পর্যন্ত গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। পঞ্জাবের মুখমন্ত্রী ভগবন্ত মানের সরকার কর্তব্যে অবহেলার অভিযোগে ডেপুটি সুপারিনটেনডেন্ট অফ পুলিশ (মাজিথা) অমোলক সিংহ এবং মাজিথা থানার স্টেশন হাউস অফিসার অবতার সিংকে সাসপেন্ড করার কথা ঘোষণা করেছে।
অমৃতসরের পুলিশ সুপার (গ্রামীণ) মণীন্দ্র সিংহ জানিয়েছেন, সোমবার রাত সাড়ে ৯টা নাগাদ খবর আসে, মাজিতা এলাকায় একের পর এক বাসিন্দার মৃত্যু হচ্ছে। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি খতিয়ে দেখা হয়। বিষমদ খেয়ে অসুস্থদের হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়। মৃত এবং অসুস্থদের সকলেই মাজিথা এবং কাঠুনঙ্গল থানা এলাকার বাসিন্দা। মদের সঙ্গে বেআইনি ভাবে রাসায়নিক শিল্পে ব্যবহৃত মিথানল মেশানোর ফলেই এই বিষকাণ্ড বলে প্রাথমিক তদন্তে জানতে পেরেছে পুলিশ। পঞ্জাবের মুখ্যমন্ত্রী মান মঙ্গলবার বলেন, ‘‘দুর্ঘটনা নয়, মানুষ খুন করা হয়েছে। দোষীদের কঠোরতম শাস্তির ব্যবস্থা করা হবে।’’