Advertisement
E-Paper

১৫০ কোটির সদর দফতর বানাল আরএসএস! তিনটি বহুতলের সঙ্গে প্রেক্ষাগৃহ, হাসপাতাল, কবে উদ্বোধন?

নরেন্দ্র মোদী-অমিত শাহে রাজ্য গুজরাতের স্থপতি অনুপ দাভে গুজরাতি এবং রাজস্থানি ধারার সংমিশ্রণে চার একরের বেশি জমিতে গড়ে ওঠা আরএসএস সদর দফতরের নকশা তৈরি করেছেন।

দিল্লির কেশবকুঞ্জের নয়া রূপ।

দিল্লির কেশবকুঞ্জের নয়া রূপ। ছবি: সমাজমাধ্যম থেকে নেওয়া।

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২৫ ১২:৪০
Share
Save

দিল্লির ঝান্ডেনওয়ালের আরএসএসের সদর দফতর কেশবকুঞ্জ নতুন রূপ পেল। পাঁচ লক্ষ বর্গফুট জায়গাতে গড়ে তোলা হয়েছে ১২তলা উঁচু তিনটি বাড়ি— সাধনা, প্রেরণা, অর্চনা। সঙ্ঘের তরফে জানানো হয়েছে, নতুন সদর দফতর নির্মাণে মোট খরচ হয়েছে ১৫০ কোটি টাকা।

আরএসএসের তরফে জানানো হয়েছে, আগামী ১৯ ফেব্রুয়ারি শিবাজি জয়ন্তীতে নতুন ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন হবে, আরএসএস প্রধান (সরসঙ্ঘচালক) মোহন ভাগবত এবং সাধারণ সম্পাদক (সরকার্যবাহ) দত্তাত্রেয় হোসাবোলের হাতে। ভারতীয় ঐতিহ্য এবং সাংস্কৃতিক ধারা মেনে নির্মিত এই দফতরে সঙ্ঘের দৈনন্দিন কাজ পরিচালনার পাশাপাশি নেতা-কর্মীদের প্রশিক্ষণের ব্যবস্থা থাকবে। আয়োজন করা হবে জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ের নানা আলোচনাসভা ও কর্মশালার।

নরেন্দ্র মোদী-অমিত শাহে রাজ্য গুজরাতের স্থপতি অনুপ দাভে গুজরাতি এবং রাজস্থানি ধারার সংমিশ্রণে আরএসএস সদরের নকশা তৈরি করেছেন। চার একরের বেশি জমিতে গড়ে ওঠা সদর দফতরে ৪৬৩ আসনের ভিআইপি অডিটোরিয়াম হলটির নাম দেওয়া হয়েছে সঙ্ঘের শাখা সংগঠন বিশ্ব হিন্দু পরিষদের প্রয়াত নেতা অশোক সিঙ্ঘলের নামে। আশির দশকে তাঁর নেতৃত্বের প্রথম শুরু হয়েছিল রামমন্দির আন্দোলন। রয়েছে ৬০০ আসনের একটি পৃথক প্রেক্ষাগৃহ। তিনটি ভবনে সঙ্ঘের বিভিন্ন শাখার দফতর এবং স্বয়ংসেবক ও প্রচারকদের থাকার ব্যবস্থা রয়েছে। এ ছাড়া রয়েছে, হাসপাতাল, দাতব্য চিকিৎসালয় এবং পাঠাগারও। সব মিলিয়ে দীনদয়াল উপাধ্যায় মার্গে বিজেপির সদরকেও ছাপিয়ে গিয়েছে আরএসএসের কেশবকুঞ্জ।

RSS RSS Office RSS chief Delhi Mohan Bhagwat

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy

{-- Slick slider script --}}