Advertisement
২০ এপ্রিল ২০২৪
Bird flu

হরিয়ানায় একমাসে ৪ লক্ষ মুরগির মৃত্যু, দিল্লিতেও কাকের মড়কে বার্ড ফ্লু আতঙ্ক

দিল্লিতে হঠাৎ আতঙ্ক ছড়িয়েছে কাকের মড়ক নিয়ে। দিল্লির ময়ূর বিহারের সেন্ট্রাল পার্ক (এ-২) হঠাৎই কাকের মড়ক লাগতে দেখেন সাধারণ মানুষ।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ০৮ জানুয়ারি ২০২১ ১৭:৫০
Share: Save:

বার্ড ফ্লু আতঙ্ক আরও বড় আকার নিচ্ছে একাধিক রাজ্যে। শুক্রবার হরিয়ানার পশুপালন, মৎস্য ও দুগ্ধজাত পণ্যের মন্ত্রী জেপি দালাল জানিয়েছেন, ‘‘এক মাসে ৪ লক্ষ মুরগির মৃত্যু হয়েছে হরিয়ানায়। তার কিছু নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে জালন্ধরে। এ ছাড়াও বেশ কিছু মুরগির খামার থেকে নমুনা সংগ্রহ করে সেগুলি ভোপালে পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। এই খামারগুলির মধ্যে দুটিতে অ্যাভিয়ান ইনফ্লুয়েঞ্জা বা বার্ড ফ্লু-এর ভাইরাস মিলেছে।

অন্য দিকে দিল্লিতে হঠাৎ আতঙ্ক ছড়িয়েছে কাকের মড়ক নিয়ে। দিল্লির ময়ূর বিহারের সেন্ট্রাল পার্ক (এ-২) হঠাৎই কাকের মড়ক লাগতে দেখেন সাধারণ মানুষ। শুক্রবার সকালে দ্রুত সেখানে উপস্থিত হয় চিকিৎসকের একটি দল। দেশ জোড়া বার্ড ফ্লু-এর খবরের মধ্যে এই মড়ক আতঙ্ক ছড়ায় এলাকাবাসীর মধ্যে। খবর পাওয়া গিয়েছে ওই এলাকার ১০০-এর বেশি কাকের মৃত্যু হয়েছে।

দিল্লির চিকিৎসকরা এই মরা কাকের শরীর থেকে নমুনা সংগ্রহ করেছে ও পরীক্ষার জন্য পাঠিয়েছেন। পরীক্ষার ফল না আসা পর্যন্ত তাঁরা এই ঘটনার সঙ্গে বার্ড ফ্লু-এর যোগাযোগ স্বীকার করতে চাইছেন না।

এখনও পর্যন্ত দেশে ১২টি বিশেষ সংক্রমিত অঞ্চল চিহ্নিত করেছে প্রশাসন। এই অঞ্চলগুলির মধ্যে রয়েছে রাজস্থান, মধ্যপ্রদেশ, হিমাচল প্রদেশ, কেরল। এই রাজ্যগুলি থেকে হাঁস, মুরগি এবং পরিযায়ী পাখির মৃত্যুর খবর এসেছে বেশ কয়েকদিন ধরে। মধ্যপ্রদেশের একটি অংশে মুরগির ডিম ও মাংস কেনাবেচাও বন্ধ করা হয়েছে।

যদিও, চিকিৎসকরা বলেছেন, সরাসরি পশুপাখীর শরীর থেকে মানুষের শরীরে এই রোগ ছড়িয়ে পড়ার সম্ভাবনা কম। তাই এখনও আতঙ্কের কিছু নেই। প্রশাসনও সংক্রমণ নিয়ন্ত্রণে রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

আরও পড়ুন: শাড়ি পরেই ব্যাক ফ্লিপ, পারুলের একের পর এক ভিডিয়ো ভাইরাল

আরও পড়ুন: ব্রিটেনফেরতরা নেগেটিভ হলেও থাকতে হবে কোয়রান্টিনে: কেজরীবাল

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Bird flu Delhi
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE