Advertisement
২৭ এপ্রিল ২০২৪
Jammu And Kashmir

এক বছর পর ফোর জি ইন্টারনেট উপত্যকায়, ১৫ অগস্টের পর চালু হবে পরিষেবা

গত এক বছর বহির্জগৎ থেকে বিচ্ছিন্ন উপত্যকা।

১৫ অগস্টের পর ফোর জি পরিষেবা চালু উপত্যকায়। —ফাইল চিত্র।

১৫ অগস্টের পর ফোর জি পরিষেবা চালু উপত্যকায়। —ফাইল চিত্র।

সংবাদ সংস্থা
শ্রীনগর শেষ আপডেট: ১১ অগস্ট ২০২০ ১৫:৫৪
Share: Save:

এক বছর পর ফোর জি ইন্টারনেট পরিষেবা ফিরছে উপত্যকায়। ১৫ অগস্টের পর জম্মু এবং কাশ্মীরের একটি করে জেলায় পরীক্ষামূলক ভাবে ফোর জি পরিষেবা চালু করা হবে জানাল কেন্দ্রীয় সরকার। উপত্যকার নিরাপত্তার দিকটি খতিয়ে দেখে একটি বিশেষ কমিটি এমন সিদ্ধান্ত নিয়েছে বলে জানানো হয়েছে।

গত বছর অগস্টের শুরুতে জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহার করার সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় সরকার। একই সঙ্গে জম্মু-কাশ্মীর এবং লাদাখ, দু’টি কেন্দ্রশাসিত অঞ্চল গঠিত হয়। সেই থেকে গত এক বছর বহির্জগৎ থেকে বিচ্ছিন্ন উপত্যকা।

মাঝে বেশ কিছু এলাকায় টু জি পরিষেবা চালুর সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় সরকার। কিন্তু করোনা পরিস্থিতিতে লকডাউন জারি হওয়ায়, টু জি পরিষেবার মাধ্যমে অনলাইন ক্লাস বা বাড়ি থেকে কাজ করায় সমস্যা শুরু হয়। তা নিয়ে সুপ্রিম কোর্টে আবেদন জমা পড়ে।

আরও পড়ুন: করোনা পরিস্থিতি খতিয়ে দেখতে ১০ রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক মোদীর​

তার ভিত্তিতে গত সপ্তাহেই উপত্যকায় ফোর জি পরিষেবা চালু করা নিয়ে কেন্দ্রের মতামত জানতে চায় শীর্ষ আদালত। মঙ্গলবার তার শুনানি চালাকালীন পরীক্ষামূলক ভাবে উপত্যকায় ফোর জি পরিষেবা চালুর প্রস্তুতি চলছে বলে জানান অ্যাটর্নি জেনারেল কেকে বেণুগোপাল।

এ দিন আদালতে কেকে বেণুগোপাল জানান, ১৫ অগস্টের পর জম্মু এবং কাশ্মীরের একটি করে জেলায় পরীক্ষামূলক ভাবে ফোর জি পরিষেবা চালু করা হবে। দু’মাস পর পরিস্থিতি পর্যালোচনা করে দেখে পরবর্তী সিদ্ধান্ত গৃহীত হবে।

তবে উপত্যকায় ফোর জি পরিষেবা চালুর আগে কেন্দ্রের তরফে বেশ কিছু সুপারিশ করা হয়েছে। সেগুলি হল—

•নিরাপত্তার দিকটি খতিয়ে দেখে আপাতত নির্দিষ্ট কিছু জায়গাতেই উচ্চ গতি সম্পন্ন ইন্টারনেট পরিষেবা চালু করা হবে।

•পরীক্ষামূলক ভাবে ফোর জি পরিষেবা চালু হলেও, আন্তর্জাতিক সীমান্ত এবং নিয়ন্ত্রণরেখা সংলগ্ন কোনও এলাকায় তা প্রযোজ্য হবে না।

•সন্ত্রাসী কাজকর্ম যেখানে কম এবং যেখান থেকে আশপাশের এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ার আশঙ্কা কম, সেখানেই পরীক্ষামূলক ভাবে ফোর জি পরিষেবা চালু করা যাবে।

•ফোর জি পরিষেবা চালু হওয়ার পর কোথায় কী প্রভাব পড়ছে, তাতে কোনও ভাবে নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে কিনা, সেদিকে নজর রাখতে হবে।

•প্রতি দু’মাসে পরিস্থিতি পর্যালোচনা করে দেখবে কেন্দ্রীয় কমিটি।

•জম্মু এবং কাশ্মীর ডিভিশনের একটি করে জেলাতেই আপাতত টু জি থেকে ফোর জি পরিষেবা চালু করা যাবে।

•ঝুঁকির কথা মাথায় রেখে ১৫ অগস্টের পরই পরিষেবা চালু করা যাবে উপত্যকায়।

আরও পড়ুন: পাইলটের প্রত্যাবর্তন জয়পুরে, বিধায়কদের ক্ষোভ সামলাতে জয়সালমেরে গহলৌত​

প্রশাসনিক রদবদলের জেরেই উপত্যকায় ফোর জি পরিষেবা চালু করতে সময় লাগছে বলে এর আগে দাবি করেছিল জম্মু-কাশ্মীর প্রশাসন। শুক্রবার উপত্যকার লেফটেন্যান্ট গভর্নর হিসেবে শপথ নেন মনোজ সিংহ। তার পরই এ দিন ফোর জি পরিষেবা চালুর সিদ্ধান্ত নেওয়া হল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE