Advertisement
০১ মে ২০২৪
Earthquake

২ ঘণ্টার ব্যবধানে জোড়া ভূমিকম্প! কাঁপল নিকোবর দ্বীপ, রিখটার স্কেলে তীব্রতা ৫.৩

রবিবার বিকেল ৪টে ১ মিনিট নাগাদ কম্পন অনুভূত হয়েছে। গত মাসের শুরুতেও কম্পন অনুভূত হয়েছিল নিকোবর দ্বীপে। সে বার কম্পনের তীব্রতা ছিল ৫।

representative photo of earthquake.

নিকোবর দ্বীপে জোড়া কম্পন। প্রতীকী ছবি।

সংবাদ সংস্থা
পোর্ট ব্লেয়ার শেষ আপডেট: ০৯ এপ্রিল ২০২৩ ১৭:৫৯
Share: Save:

ভূমিকম্পে কাঁপল নিকোবর দ্বীপ। রবিবার বিকেল ৪টে ১ মিনিট নাগাদ কম্পন অনুভূত হয়েছে। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ৫.৩। নিকোবর দ্বীপ থেকে ১০ কিমি গভীরে কম্পন অনুভূত হয়েছে। এই খবর জানিয়েছে ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি।

এর প্রায় ২ ঘণ্টা আগেও কেঁপে উঠেছিল নিকোবর দ্বীপ। রবিবার দুপুর ২টো ৫৯ মিনিট নাগাদ প্রথম কম্পন অনুভূত হয়েছিল। রিখটার স্কেলে তীব্রতা ছিল ৪.১। ২ ঘণ্টার মধ্যে আবার কম্পন অনুভূত হল। যদিও এই প্রতিবেদন লেখা পর্যন্ত হতাহতের কোনও খবর নেই।

গত মাসের শুরুতেও কম্পন অনুভূত হয়েছিল নিকোবর দ্বীপে। সে বার কম্পনের তীব্রতা ছিল ৫।

বিগত কয়েক মাসে ভারতের বিভিন্ন প্রান্তে কম্পন অনুভূত হয়েছে। গত মাসে ভূমিকম্প হয়েছিল দিল্লিতে। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ২.৭। গত ১৯ ফেব্রুয়ারি কম্পন অনুভূত হয় অরুণাচল প্রদেশে। রিখটার স্কেলে তীব্রতা ছিল ৩.৮। গত ২২ ফেব্রুয়ারি ভূমিকম্প হয় দিল্লি এবং সংলগ্ন এলাকায়। রিখটার স্কেলে মাত্রা ছিল ৪.৪। এর অভিঘাত অনুভূত হয় উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড এবং হরিয়ানার বিস্তীর্ণ এলাকায়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

earthquake Tremor Andaman & Nicobar Islands
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE